
মাদারীপুর, ১৯ নভেম্বর, ২০২৫ (বাসস) : মাদারীপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি কাভার্ডভ্যান মহাসড়কের পাশে দোকানের উপর উঠে যায়। এ ঘটনায় দোকানদার নিহত হয়েছেন। আহত হয়েছেন তার মেয়েসহ দুইজন।
আজ বুধবার দুপুর একটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার সমাদ্দার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইলিয়াস সরদার (৪০) নয়াকান্দি বাজিতপুর গ্রামের মান্নাত সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, কাভার্ডভ্যানটি বরিশালের দিকে যাচ্ছিল। পথে সমাদ্দার ব্রিজ এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইলিয়াসের দোকানের ওপর উঠে যায়। এ সময় দোকানঘরটি ভেঙ্গে গুড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান দোকানদার ইলিয়াস। একই সঙ্গে আহত হন নিহত ইলিয়াসের মেয়ে লাবনী (১২) ও ক্রেতা শওকত সরদার (৩৫)। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করেন।
তথ্য নিশ্চিত করে মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মতিয়ার রহমান জানান, কাভার্ডভ্যান দোকানের ওপরে উঠে যাওয়ার ঘটনায় একজন নিহত ও দুইজন আহত হয়েছেন। আহত দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে।