বগুড়ায় হৃদরোগীর চিকিৎসায় অর্থ সহায়তা দিলেন তারেক রহমান

বাসস
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৫:১০
ছবি : বাসস

বগুড়া, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় তৃণমূলের নেতা-কর্মী ও দুস্থ মানুষের পাশে থাকে। এরই ধারাবাহিকতায় বগুড়া শহরে মো. সাজ্জাদ হোসেন নামে এক তৃণমূল নেতাকে আর্থিক সহায়তা দিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

আজ রোববার শহরের ২ নম্বর ওয়ার্ডের বৃন্দাবন পাড়ার তার বাড়ি গিয়ে এই সহায়তা দেয় আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে দেশের বিভিন্ন প্রান্তের দুস্থ মানুষদের এমন সহায়তা করে আসছে এই সংগঠনটি।

সংগঠনটির সূত্রে জানা যায়, বৃন্দাবন পাড়ার বাসিন্দ সাজ্জাদ হোসেন বগুড়া শহরের ২ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছেন। গত ২৫ সেপ্টেম্বর তার হার্টে দুটি রিং প্রতিস্থাপন করা হয়। তবে ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে বর্তমানে তীব্র আর্থিক অনটনে এবং ঋণগ্রস্ত অবস্থায় পড়েছেন সাজ্জাদ হোসেন।

বিষয়টি নজরে আসলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা বিএনপি পরিবারকে সাজ্জাদ হোসেনের চিকিৎসাসহ জীবনধারণের আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দেন। তার নির্দেশ অনুযায়ী আমরা বিএনপি পরিবারের প্রতিনিধি এবং রাজশাহী ও রংপুর বিভাগের মিডিয়া সেলের সমন্বয়ক কালাম আজাদ বৃন্দাবন পাড়ার সাজ্জাদ হোসেনের বাড়িতে উপস্থিত হন। এ সময় সাজ্জাদ ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তার হাতে নগদ অর্থ তুলে দেন।

এ সময় কালাম আজাদ বলেন, সাজ্জাদ হোসেন বিএনপির তৃণমূলের একজন নেতা। তিনি চরম দুঃসময়ে দলকে আঁকড়ে ধরে থেকেছেন। আজ অসুস্থতার কারণে তার শোচনীয় অবস্থা। কিন্তু তার দুরাবস্থায় তার ওয়ার্ডের নেতা-কর্মীরা এগিয়ে এসেছেন। কাঁধে কাঁধ মিলিয়ে তাকে সহায়তা করেছেন, এটি দৃষ্টান্ত।

একইভাবে তারেক রহমানকে সদর উপজেলায় নির্বাচনে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন ২ নম্বর ওয়ার্ড শহর বিএনপির সভাপতি শহীদুল আলম সঞ্জু, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শহর ছাত্রদলের সহসভাপতি রকি, ওয়ার্ড ছাত্রদল নেতা সিয়াম, ফাইন, নুরনবী, রঞ্জু, আতা, রানা, রবিন, সুমন, তছলিম, আব্দুল খালেক, ফুয়াদ, ইমন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীতে দেশে প্রাথমিক শিক্ষার চিত্র পাল্টে যাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
রাউজানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার 
লাল, হলুদ ও সবুজ জোনে ভাগ করে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা হবে: ইসি সচিব
কয়েলের ওপরও ঘোরে মশা, অতিষ্ঠ নওগাঁ পৌরবাসী
জাতীয় বেতনস্কেল অনুসারে ইমাম-খতিবদের বেতন-ভাতা দেওয়ার অনুরোধ ধর্ম উপদেষ্টার
সিআইডি পরিচয়ে অপহরণ ও চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার ২ 
এএমআর মোকাবিলায় প্রিভেন্টিভ হেলথ প্র্যাকটিস ও ওয়ান হেলথ অ্যাপ্রোচ জরুরি : মৎস্য উপদেষ্টা
কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বিএনপির বৈঠক অনুষ্ঠিত
৮১ দেশি পর্যবেক্ষক সংস্থাকে ২৫ নভেম্বর সংলাপে ডেকেছে ইসি
মুশফিকের শততম টেস্টে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
১০