আগামীতে দেশে প্রাথমিক শিক্ষার চিত্র পাল্টে যাবে: প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৭:০৮
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার আজ রোববার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। ছবি : বাসস

টাঙ্গাইল, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, আগামীতে দেশে প্রাথমিক শিক্ষার চিত্র পাল্টে যাবে। সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে সরকার। 

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য হচ্ছে শিশুদের মধ্যে সুপ্ত সম্ভবনাগুলোকে বিকাশ ঘটানো। 

আজ রোববার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা সংশ্লিষ্ট অংশীজনের ভূমিকা’— শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা আরো বলেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষার পরিবেশটা আনন্দদায়ক হতে হবে। প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের স্বপ্ন দেখাতে হবে, স্বপ্ন শিখাতে হবে। কারণ শিশুকে স্বপ্ন দেখানোটা খুবই গুরুত্বপূর্ণ আর এ ক্ষেত্রে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন— প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আজমুল হক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান প্রমুখ। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইরানকে হারিয়ে ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারত
খুলনায় ২ কোটি ৮৫ লাখ টাকার সবজি উৎপাদন, রপ্তানি হচ্ছে বিদেশে
বাকৃবিতে আমন বীজ ধান কর্তন কর্মসূচি অনুষ্ঠিত
বরগুনার ঐতিহাসিক নিদর্শন বিবিচিনি শাহী মসজিদ
ঢাকায় ২৭ নভেম্বর শুরু হচ্ছে চার দিনব্যাপী সিরামিক এক্সপো বাংলাদেশ
২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়েছে এনবিআর
ঢাকা স্টক এক্সচেঞ্জে ঊর্ধ্বমুখী প্রবণতা, অধিকাংশ শেয়ারের দর বৃদ্ধি
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে রাত ৮টায় বিএনপি প্রতিনিধিদলের সাক্ষাৎ
সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষ পাঁচ ব্যাটারই বাংলাদেশের
সর্বোচ্চ উইকেট তাইজুলের
১০