সর্বোচ্চ উইকেট তাইজুলের

বাসস
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৭:৩৬

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৫ (বাসস) : আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট শিকার করেছেন বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ৪ ইনিংসে বল করে ৩৪২ রানে ১৩ উইকেট শিকার করেন তিনি। 

সিলেটে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে ৭৮ রানে ২ এবং ৮৪ রানে ৩ উইকেট শিকার করেন তাইজুল। ঢাকা টেস্টের দুই ইনিংসে ৭৬ রানে ও ১০৪ রানে ৪টি করে উইকেট শিকার করেন এই বাঁ-হাতি স্পিনার।

ঢাকা টেস্টে ৮ উইকেট নিয়ে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক হন তাইজুল। ৫৭ টেস্টে তাইজুলের ঝুলিতে আছে ২৫০ উইকেট। 

তাইজুলের পর এই সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকার করেছেন বাংলাদেশের আরেক বাঁ-হাতি স্পিনার হাসান মুরাদ। ২০৪ রান খরচ করে ১২ উইকেট নিয়েছেন সিরিজের প্রথম টেস্টে অভিষেক হওয়া মুরাদ। 

ব্যাটিং তালিকায় শীর্ষ পাঁচের মধ্যে কোন ব্যাটার না থাকলেও, বোলারদের তালিকায় শীর্ষ পাঁচের মধ্যে আয়ারল্যান্ডের দুই বোলার জায়গা করে নিয়েছেন। ৩ ইনিংসে ৮ উইকেট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন অফ-স্পিনার এন্ডি ম্যাকব্রিন। এই সিরিজে এক ইনিংসে সেরা বোলিং ফিগার ছির ম্যাকব্রিনের। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ১০৯ রানে ৬ উইকেট নেন তিনি। 

এরপরই আছেন বাঁ-হাতি স্পিনার ম্যাথু হামফ্রিজ। ৩ ইনিংসে ৭ উইকেট নিয়েছেন তিনি। সিলেটে প্রথম ইনিংসে ১৭০ রানে ৫ উইকেট নিয়েছিলেন হামফ্রিজ। এই সিরিজে পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন শুধুমাত্র ম্যাকব্রিন ও হামফ্রিজ।

৪ ইনিংসে ৫ উইকেট শিকার করে তালিকার পঞ্চম স্থানে আছেন বাংলাদেশ স্পিনার মেহেদি হাসান মিরাজ।  

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারী শীর্ষ পাঁচ বোলার :
ব্যাটার    ম্যাচ    ইনিংস    রান    উইকেট    সেরা বোলিং
তাইজুল ইসলাম (বাংলাদেশ)    ২    ৪    ৩৪২    ১৩    ৪/৭৬
হাসান মুরাদ (বাংলাদেশ)     ২    ৪    ২০৪    ১২    ৪/৪৪
এন্ডি ম্যাকব্রিন (আয়ারল্যান্ড)    ২    ৩    ৩৩২    ৮    ৬/১০৯
ম্যাথু হামফ্রিজ (আয়ারল্যান্ড)    ২    ৩    ৩৭৫    ৭    ৫/১৭০
মেহেদি হাসান মিরাজ (বাংলাদেশ)    ২    ৪    ১৮৫    ৫    ৩/৫০

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে দুদকের ১৯১তম গণশুনানি অনুষ্ঠিত
ক্ষমতা বা আসনের জন্য কারো সঙ্গে আপস নয়: নাহিদ ইসলাম
ভূমিকম্প নিরাপত্তায় কারখানা ভবনগুলো পরীক্ষা-নিরীক্ষার নির্দেশনা বিজিএমইএ’র
কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর উঠান বৈঠক
বাংলাদেশ-ভুটান বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে দুই দেশের অঙ্গীকার
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দিবেন রাহুল
ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল সামগ্রী প্রস্তুত: ইসি সচিব 
বাংলাদেশের সঙ্গে জ্বালানি ও পরিবহন সহযোগিতা বাড়াবে ফ্রান্স
সাতক্ষীরায় জেলা প্রশাসনের মতবিনিময় সভা 
শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত
১০