
ঢাকা, ২৩ নভেম্বর ২০২৫ (বাসস) : বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। সেই সাথে টেস্ট ইতিহাসে বাঁ-হাতি স্পিনার হিসেবে দ্রুত আড়াইশ উইকেট শিকারে শ্রীলংকার সাবেক খেলোয়াড় রঙ্গনা হেরাথের রেকর্ড স্পর্শ করেছেন তাইজুল।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শেষ হয়েছে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিন আয়ারল্যান্ডের এন্ডি ম্যাকব্রিনকে ২১ রানে আউট করে টেস্টে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ২৫০ উইকেটের রেকর্ড গড়েন তাইজুল। এজন্য ৫৭ টেস্ট খেলেছেন তিনি।
টেস্টে বাঁ-হাতি স্পিনারদের মধ্যে দ্রুত ২৫০ উইকেট স্পর্শ করার ক্ষেত্রে হেরাথের পাশে বসেন তাইজুল। ২০১৪ সালে কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ক্যারিয়ারের ৫৭তম টেস্টে ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন হেরাথ।
এমনকি ইনিংস বিবেচনায় ২৫০ উইকেট শিকার করতে সমান ১০২ ইনিংস লেগেছে হেরাথ ও তাইজুলের।
দ্রুত ২৫০ উইকেট শিকারের বিশ্ব রেকর্ড রয়েছে ভারতের রবীচন্দ্রন অশ্বিনের। ৪৫ ম্যাচে ২৫০ উইকেট শিকার করেছিলেন অশ্বিন।
২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে সেন্ট ভিনসেন্ট টেস্ট দিয়ে অভিষেক হয় তাইজুলের। এখন পর্যন্ত ইনিংসে ১৭বার পাঁচ বা ততোধিক উইকেট নিয়েছেন তিনি। ক্যারিয়ারে দু’বার ম্যাচে ১০ উইকেট শিকার করেন ৩৩ বছর বয়সী তাইজুল।