সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষ পাঁচ ব্যাটারই বাংলাদেশের

বাসস
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৭:৪২

ঢাকা, ২৩ নভেম্বর ২০২৫ (বাসস) : আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষ পাঁচ ব্যাটারের সবাই বাংলাদেশের ক্রিকেটার।

সিরিজের সর্বোচ্চ রান করেছেন ওপেনার মাহমুদুুল হাসান জয়। ২ ম্যাচের ৩ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ২৬৫ রান করেছেন তিনি। 

দ্বিতীয় স্থানে আছেন মোমিনুল হক। ৩ ইনিংস ব্যাট করে তিনটিতেই হাফ-সেঞ্চুরি পেয়েছেন তিনি। সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ২৩২ রান করেন মোমিনুল। 

৩ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরিতে ১৯৩ রান নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছেন ওপেনার সাদমান ইসলাম। 

এরপরের দুই স্থানে আছেন লিটন দাস ও মুশফিকুর রহিম। ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে লিটন ২ ইনিংসে ১৮৮ এবং মুশফিক ৩ ইনিংসে করেছেন ১৮২ রান  সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নামেন মুশফিক। ঐ ম্যাচের দ্ইু ইনিংসে যথাক্রমে- ১০৬ ও অপরাজিত ৫৩ রান করে ম্যাচ সেরা খেলোয়াড় হন মুশি। 

আয়ারল্যান্ডের হয়ে ৪ ইনিংসে সর্বোচ্চ ১৪৫ রান করে তালিকার ষষ্ঠ স্থানে আছেন জর্ডান নিল। 

বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজে সর্বোচ্চ রান করা শীর্ষ পাঁচ ব্যাটার :
ব্যাটার    ম্যাচ    ইনিংস    রান    ১০০    ৫০
মাহমুদুুল হাসান জয় (বাংলাদেশ)    ২    ৩    ২৬৫    ১    ১
মোমিনুল হক (বাংলাদেশ)     ২    ৩    ২৩২    ০    ৩
সাদমান ইসলাম (বাংলাদেশ)    ২    ৩    ১৯৩    ০    ২
লিটন দাস (বাংলাদেশ)    ২    ২    ১৮৮    ১    ১
মুশফিকুর রহিম (বাংলাদেশ)    ২    ৩    ১৮২    ১    ১

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে দুদকের ১৯১তম গণশুনানি অনুষ্ঠিত
ক্ষমতা বা আসনের জন্য কারো সঙ্গে আপস নয়: নাহিদ ইসলাম
ভূমিকম্প নিরাপত্তায় কারখানা ভবনগুলো পরীক্ষা-নিরীক্ষার নির্দেশনা বিজিএমইএ’র
কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থীর উঠান বৈঠক
বাংলাদেশ-ভুটান বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা জোরদারে দুই দেশের অঙ্গীকার
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দিবেন রাহুল
ভোটগ্রহণের জন্য প্রয়োজনীয় সকল সামগ্রী প্রস্তুত: ইসি সচিব 
বাংলাদেশের সঙ্গে জ্বালানি ও পরিবহন সহযোগিতা বাড়াবে ফ্রান্স
সাতক্ষীরায় জেলা প্রশাসনের মতবিনিময় সভা 
শেরপুরে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত
১০