রাউজানে অস্ত্র-গুলিসহ একজন গ্রেপ্তার 

বাসস
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৭:০৮

চট্টগ্রাম (উত্তর) ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের রাউজানে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি-ইয়াবা ও নগদ টাকাসহ আবু সাইদ প্রকাশ রিপন (৩৭) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে রাউজানসহ বিভিন্ন থানায় মোট ১৫টি মামলা রয়েছে বলে জানা যায়।

গ্রেপ্তারকৃত রিপন রাউজান পৌরসভার সুলতানপুর ৪ নম্বর ওয়ার্ডের জানালীহাট এলাকার শওকত আকবর চৌধুরী প্রকাশ জুনুর ছেলে।

আজ রোববার বেলা ১১টায় এক প্রেস ব্রিফিংয়ে রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ত্রাসী রিপন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অস্ত্র বহনসহ নানা অপরাধে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার উপজেলার সুলতানপুর ইউনিয়নের সরকারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫ রাউন্ড পিস্তলের গুলি, ২০ পিস ইয়াবা এবং নগদ ১ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকার খাজা গরিবে নেওয়াজ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পেছনে কালুর গরুর ফার্ম থেকে কাঠের বাটযুক্ত একটি দেশীয় তৈরি এলজি এবং ৪ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গত ২০ নভেম্বর ভোররাতেও আসামি রিপনের বাড়িতে অভিযান চালানো হয়েছিল। তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। সে সময় তার বাড়ি তল্লাশি করে একটি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজ, একটি ধারালো কিরিচ ও একটি তলোয়ার উদ্ধার করা হয়। ওই ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। তার বিরুদ্ধে রাউজানসহ বিভিন্ন থানায় মোট ১৫টি মামলা রয়েছে। 

গ্রেপ্তারকৃত আবু সাইদ রিপনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দুটি মামলা রুজু করা হয়েছে। আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইরানকে হারিয়ে ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারত
খুলনায় ২ কোটি ৮৫ লাখ টাকার সবজি উৎপাদন, রপ্তানি হচ্ছে বিদেশে
বাকৃবিতে আমন বীজ ধান কর্তন কর্মসূচি অনুষ্ঠিত
বরগুনার ঐতিহাসিক নিদর্শন বিবিচিনি শাহী মসজিদ
ঢাকায় ২৭ নভেম্বর শুরু হচ্ছে চার দিনব্যাপী সিরামিক এক্সপো বাংলাদেশ
২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়েছে এনবিআর
ঢাকা স্টক এক্সচেঞ্জে ঊর্ধ্বমুখী প্রবণতা, অধিকাংশ শেয়ারের দর বৃদ্ধি
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে রাত ৮টায় বিএনপি প্রতিনিধিদলের সাক্ষাৎ
সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষ পাঁচ ব্যাটারই বাংলাদেশের
সর্বোচ্চ উইকেট তাইজুলের
১০