৮১ দেশি পর্যবেক্ষক সংস্থাকে ২৫ নভেম্বর সংলাপে ডেকেছে ইসি

বাসস
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৬:৫৬
ফাইল ছবি

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৫ নভেম্বর ৮১টি দেশি নির্বাচন পর্যবেক্ষক সংস্থাকে সংলাপে ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আগামী ২৫ নভেম্বর মঙ্গলবার সকাল ও বিকেল দুই ভাগে এই সংলাপ অনুষ্ঠিত হবে।

আজ ইসি সচিবলায়ের সহকারী পরিচালক (জনসংযোগ) ও বিকল্প তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. আশাদুল হক বাসস’কে এ তথ্য জানিয়েছেন।

আশাদুল হক জানান, ২৫ নভেম্বর মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ৪০টি এবং বেলা ২টা থেকে ৪১টিসহ মোট ৮১টি পর্যবেক্ষক সংস্থার সঙ্গে সংলাপে অনুষ্ঠিত হবে। 

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সংলাপে অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবলায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

এর আগে ইসি’র চলমান সংলাপের অংশ হিসেবে ১৩, ১৬, ১৭ ও ১৯ নভেম্বর দুই সেশনে অন্তত ৪৭টি নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন ইতোমধ্যে গণমাধ্যম ব্যক্তিত্ব, নির্বাচন বিশেষজ্ঞ, নারী নেত্রী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করেছে। 

এ সব মতবিনিময় থেকে পাওয়া পরামর্শ ও প্রস্তাব আচরণবিধি চূড়ান্ত করার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

কমিশন মনে করছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন্ন এই সংলাপ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আরও গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করে তুলবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হেরাথের রেকর্ডে ভাগ বসালেন তাইজুল
ইরানকে হারিয়ে ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন ভারত
খুলনায় ২ কোটি ৮৫ লাখ টাকার সবজি উৎপাদন, রপ্তানি হচ্ছে বিদেশে
বাকৃবিতে আমন বীজ ধান কর্তন কর্মসূচি অনুষ্ঠিত
বরগুনার ঐতিহাসিক নিদর্শন বিবিচিনি শাহী মসজিদ
ঢাকায় ২৭ নভেম্বর শুরু হচ্ছে চার দিনব্যাপী সিরামিক এক্সপো বাংলাদেশ
২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়েছে এনবিআর
ঢাকা স্টক এক্সচেঞ্জে ঊর্ধ্বমুখী প্রবণতা, অধিকাংশ শেয়ারের দর বৃদ্ধি
ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে রাত ৮টায় বিএনপি প্রতিনিধিদলের সাক্ষাৎ
সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষ পাঁচ ব্যাটারই বাংলাদেশের
১০