রাঙ্গামাটি সদর হাসপাতাল পরিদর্শন করলেন দীপেন দেওয়ান

বাসস
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৮:৪৯
ছবি : বাসস।

রাঙ্গামাটি, ২৩ নভেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও ২৯৯নং সংসদীয় আসনে (রাঙ্গামাটি) বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন।

আজ রোববার দুপুরে দীপেন দেওয়ান রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে গিয়ে তিনি বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। তিনি ভর্তিকৃত রোগীদের সাথে আলাপ করেন এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

পরিদর্শনকালে এডভোকেট দীপেন দেওয়ান মেডিসিন, সার্জিক্যাল, গাইনি, শিশু ও জরুরি বিভাগসহ বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে চিকিৎসা সেবা, ওষুধ প্রাপ্তি, শয্যা সংকট, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নার্সিং সেবাসহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে মতামত নেন।

এ সময় তিনি হাসপাতালের চিকিৎসক ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকেও চলমান সেবা, চাহিদা, সংকট ও উন্নয়ন কাজ সম্পর্কে সংক্ষিপ্ত অবহিত হন।

এ সময় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. শওকত আকবর, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, জেলা বিএনপি’র স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. বাচ্চু মিয়া,জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ টিপু, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এডভোকেট দীপেন দেওয়ান বলেন, রাঙ্গামাটির বাসিন্দারা যাতে উন্নত চিকিৎসা সেবা পান এবং হাসপাতালে সেবা আরও সহজলভ্য হয় তার জন্য আগামীতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। রোগীদের সমস্যা ও হাসপাতালের সীমাবদ্ধতাগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রথমবার টি-টোয়েন্টি দলে মাহিদুল, নেই তাসকিন-শামীম
বিশ্বকাপে তৃতীয় বাংলাদেশ, অধিনায়কের অবসর
দিনাজপুরে সেলাই মেশিন বিতরণ
গাজীপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
কুমিল্লায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত কর্মকর্তা-কর্মচারীরা: খাদ্য উপদেষ্টা
মুথুসামির সেঞ্চুরিতে বড় সংগ্রহ দক্ষিণ আফ্রিকার
সিলেটে দুদকের ১৯১তম গণশুনানি অনুষ্ঠিত
ক্ষমতা বা আসনের জন্য কারো সঙ্গে আপস নয়: নাহিদ ইসলাম
১০