
রাজশাহী, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : সাম্প্রতিক ভূমিকম্পজনিত ঝুঁকি বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অনুষ্ঠিত জরুরি সভায় আবাসিক হলের ঝুঁকি নিরূপণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আজ রোববার এ সভা অনুষ্ঠিত হয়।
উপাচার্য প্রফেসর সালেহ্ হাসান নকীবের সভাপতিত্বে এ সভায় অংশ নেন, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান, রেজিস্ট্রারের দায়িত্বে নিয়োজিত প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা ড. মো. আমিরুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার এবং হল প্রাধ্যক্ষ, রাকসু ও হল ছাত্র সংসদের নেতৃবৃন্দ।
সভায় সাম্প্রতিক ভূমিকম্পের প্রেক্ষিতে রাবির অ্যাকাডেমিক ভবন ও আবাসিক হলসমূহে সংশ্লিষ্ট কারিগরি কমিটি কর্তৃক সরেজমিন পরিদর্শনের মাধ্যমে ঝুঁকি নিরূপণের লক্ষ্যে সীমিত সময়ের জন্য হলসমূহ খালি করা ও অনলাইনে ক্লাস চালু রাখা প্রসঙ্গে প্রশাসনের প্রস্তাব সম্পর্কে আলোচনা করা হয়।
এই বিষয়ে রাকসু ও হল ছাত্র সংসদ নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীরা সেশনজট এড়াতে চায়, তাই তারা বিশ্ববিদ্যালয় বন্ধের পক্ষে নয়। আর এরই প্রেক্ষিতে ছাত্র নেতৃবৃন্দ ক্লাস-পরীক্ষা নিরবচ্ছিন্ন রাখার পক্ষে মত ব্যক্ত করেন।
হল খোলা ও ক্লাস-পরীক্ষা চালু রেখে সরেজমিনে অ্যাকাডেমিক ভবন ও হলসমূহ পরিদর্শন এবং ঝুঁকি নিরূপণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সর্বাত্মক সহযোগিতা প্রদান সম্পর্কেও তারা আশ্বাস দেন।
সভায় আরও সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, পর্যায়ক্রমে প্রশাসন ভবনসহ অন্যান্য ভবনসমূহেও সংশ্লিষ্ট কমিটি সরেজমিন পরিদর্শন করবে এবং রাবির আবাসিক হলসমূহ খোলা থাকবে ও ক্লাস-পরীক্ষা যথারীতি চলবে।