খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা ও পদক প্রদান

বাসস
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১৮:৫৩
ছবি: আইএসপিআর

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৫ (বাসস): সশস্ত্র বাহিনী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে আজ রোববার ঢাকা সেনানিবাসে ‘আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স’ এ মহান স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর খেতাবপ্রাপ্ত এবং অন্যান্য বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য ও তাঁদের নিকটাত্মীয়দের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এসময় খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য এবং তাঁদের নিকটাত্মীয়দের সাথে কুশলাদি বিনিময় করেন। 

এছাড়াও, অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান ২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ অর্থ বছরে শান্তিকালীন সময়ে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নয় জনকে সেনাবাহিনী পদক (এসবিপি), ১৭ জনকে অসামান্য সেবা পদক (ওএসপি) ও ৩৮ জনকে বিশিষ্ট সেবা পদক (বিএসপি) সহ ৬৪ জন সেনা সদস্যকে পদক পরিয়ে দেন।

অনুষ্ঠানের শুরুতেই খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের মহান মুক্তিযুদ্ধকালীন বীরত্বগাঁথা এবং শান্তিকালীন পদক প্রাপ্ত সেনা সদস্যদের প্রশংসনীয় কর্মকাণ্ডের সারসংক্ষেপ তুলে ধরা হয়। উল্লেখ্য, দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতিবছর সেনাসদর এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে থাকে।

অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত ও বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্য, তাঁদের নিকটাত্মীয়, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ও সেনা সদস্যগণ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রথমবার টি-টোয়েন্টি দলে মাহিদুল, নেই তাসকিন-শামীম
বিশ্বকাপে তৃতীয় বাংলাদেশ, অধিনায়কের অবসর
দিনাজপুরে সেলাই মেশিন বিতরণ
গাজীপুরে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
কুমিল্লায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
খাদ্য নিরাপত্তা নিশ্চিতে চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত কর্মকর্তা-কর্মচারীরা: খাদ্য উপদেষ্টা
মুথুসামির সেঞ্চুরিতে বড় সংগ্রহ দক্ষিণ আফ্রিকার
সিলেটে দুদকের ১৯১তম গণশুনানি অনুষ্ঠিত
ক্ষমতা বা আসনের জন্য কারো সঙ্গে আপস নয়: নাহিদ ইসলাম
১০