নারী ও শিশু নির্যাতন তথ্য  ২৪ ঘন্টায় মন্ত্রণালয়ে পৌঁছাতে হবে : মহিলা উপদেষ্টা

বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৬:২৮
মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদ সোমবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন। ছবি: পিআইডি

ঢাকা, ২৪ নভেম্বর ২০২৫ (বাসস) : দেশের যে কোন জায়গায় নারী ও শিশু নির্যাতন তথ্য ২৪ ঘন্টার মধ্যে মন্ত্রণালয়ে পৌঁছাতে হবে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ।

আজ সোমবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, নারী ও শিশু নির্যাতনের তথ্য পাওয়ার ২৪ ঘন্টার মধ্যেই ভিকটিম এর কাছে কাছে সরকারি লোকজন পৌঁছে যাবে এবং তার চিকিৎসা ও আইনি সহায়তার জন্য সবকিছু করবে।

তিনি আরও বলেন, ১৬ দিনব্যাপী নারী নির্যাতন প্রতিরোধপক্ষ আগামীকাল ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে এবং এটা শেষ হবে আগামী ১০ই ডিসেম্বর। এই সময়কালে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যেকটা কর্মকর্তা ও কর্মচারী সচেষ্টভাবে নারী নির্যাতন প্রতিরোধে কর্মক্ষম থাকবে।

শারমিন এস মুর্শিদ বলেন,  আমাদের মিডিয়ার সঙ্গে খুব ঘন ঘন বসা হয় না। তবে ইচ্ছে আছে যে আজকের এই অনুষ্ঠান আয়োজনের পর থেকে আমরা আরও নিয়মিতভাবে বসবো।

তিনি বলেন, আমাদের ১৬ দিনব্যাপী যে আয়োজনটা হতে যাচ্ছে, সেটার যদিও একটি আন্তর্জাতিক সূত্র আছে। কিন্তু বাংলাদেশে, আমার সমাজে, আমার কমিউনিটিতে এর তাৎপর্য অপরিসীম।

উপদেষ্টা আরও বলেন,  আমরা সব সময় দেখে এসেছি যে রাজনৈতিক শাসকরা তাদের নানা রাজনৈতিক স্বার্থে মেয়েদের ওপর জুলুম করে। যেমন জমি যদি দখল করতে হয়, তবে নারীকে নির্যাতন করো, শিশুকে নির্যাতন করো। তাহলে সেই জমি থেকে পরিবারগুলো সরে যাবে। যদি নির্বাচনকে পক্ষে আনতে হয়, তবে একটি কমিউনিটির ওপরে সহিংসতা আরোপ করো আর সেই কমিউনিটির মেয়েদেরকে ঝুঁকির মধ্যে ফেলে দাও। তাহলে সেই গোষ্ঠী জায়গা থেকে সরে যাবে। এতে করে যারা রাজনৈতিক বদ উদ্দেশ্যে এই ঘটনাগুলো ঘটায়, তাদের লাভ হয়। এ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে।

তিনি বলেন, তোমরা জানো যে আমি ২৫ বছর ধরে নির্বাচনও পর্যবেক্ষণ করেছি। মেয়েদের অবস্থান দেখে এসেছি। সে কারণে এই অভিজ্ঞতাগুলো আমি ব্যাখ্যা করতে পারি।

নারীদের ওপর সরাসরি সহিংসতা চালানো, কারণে ও অকারণে সহিংসতার শিকার হন নারীরা, রাস্তা দিয়ে হেঁটে গেলে নারীকে টিটকারি মারা হয়। 

উপদেষ্টা বলেন, একটি আলোকিত সমাজে মেয়েদের প্রতি, শিশুদের প্রতি, নারীদের প্রতি যে স্বাভাবিক সম্মানবোধটুকু থাকে, সেটা যখন ভাঙতে শুরু করে সেই সমাজ কিন্তু সার্বিকভাবে ভাঙতে থাকে। গত ১৬ বছরে একটি স্বৈরাচারী পরিবেশে আমরা এটার একটি চরম রূপ দেখেছি।

তিনি বলেন,  যারা দেশকে ভালোবাসে, যারা শান্তি চায়, যারা পরিবেশে পরিবারে সমৃদ্ধি চায়, তাদের সকলের মনের গভীরে এই বোধটি কাজ করবে।

উপদেষ্টা আরও বলেন, একটি দেশ তার নারী সমাজকে, শিশু সমাজকে কিভাবে দেখে, কিভাবে সংরক্ষিত রাখে, সুরক্ষিত রাখে, সেটার ওপর একটি দেশের বিচার করা উচিত।

তিনি বলেন, ইংরেজিতে  একটা কথা আছে, ইউ নো নেশন বাই দা ওয়ে ইট ট্রিট ইটস ওমেন। অর্থাৎ সভ্যতার আর অসভ্যতার একটা সীমারেখা রেখা যদি তৈরি করা যায়। তাহলে নিঃসন্দেহে বলতে হবে যে একটি অসভ্য সমাজেই নারী নির্যাতন কে ঘটতে দেওয়া হয়। 

শারমিন এস মুর্শিদ আরও বলেন, যেহেতু আমরা অনেক দূর পার হয়ে এসেছি, অনেক আন্দোলন করেছি।

জুলাইয়ের গণঅভ্যুত্থান প্রায় ৭০ ভাগ মেয়েরা যখন মাঠে নেমে আসে সারা, তখন দেশ বিস্মিত হয়েছে। 

সারা পৃথিবী বিস্মিত হয়েছে। মেয়েদের এই স্বরূপ সাহসের যে প্রকাশ, এটা অভিভূত করেছে। 

তিনি বলেন, এটাই প্রমাণ করে যে মেয়েরা আর কারো চাইতে কোন অংশে কম নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাতুলের স্বপ্ন বিশ্ব দরবারে ক্রিকেটকে তুলে ধরা
২৭ নভেম্বর ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি
নিউজিল্যান্ড টেস্ট দলে ফিরলেন উইলিয়ামসন
সংস্কৃতি উপদেষ্টা ফারুকীর নামে ভুয়া ফটো কার্ডে মিথ্যা বক্তব্য প্রচার : সিএ প্রেস উইং ফ্যাক্ট
বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে টিএসসিতে বাউল সন্ধ্যা
নৌবাহিনীর নবীন নাবিকদের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ 
ডিএসইতে লেনদেন ও সূচকে বড় উত্থান, অধিকাংশ শেয়ারের দাম বেড়েছে
আমদানির অনুমতি দেওয়ায় চালের বাজার স্থিতিশীল : ড. সালেহউদ্দিন
সাতক্ষীরায় গণপ্রকৌশল দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
হত্যা মামলায় সাবেক এমপি ফজলে করিম ৩ দিনের রিমান্ডে
১০