হবিগঞ্জে দুদকের ১৯২তম গণশুনানি অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৫, ১৮:২৭

ঢাকা , ২৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : সামাজিক সচেতনতা বৃদ্ধি, সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর সংস্থাসমূহে সেবার মান বৃদ্ধি, সেবাগ্রহিতাদের হয়রানী রোধ এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে আজ হবিগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের ১৯২ তম গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

গণশুনানিতে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

তিনি  বলেন, ‘আমরা দুর্নীতি দমন কমিশন যে কাজটা করতে এসেছি, এটি হচ্ছে গণশুনানি। যদি আজকে এখানে একটা গণভোট করি যে আমরা কে কে দুর্নীতি চাই না।  তাহলে বলেন কতভাগ ভোট পড়বে 'চাই না'র পক্ষে? শতভাগ। শতভাগ যদি চাইনা 'চাই না'র পক্ষে পড়ে, তাহলে এবার এই জেলায় দুর্নীতি হয় কিভাবে? তাহলে দেখা যাচ্ছে যে আমাদের 'চাই না' এবং চাই এর মাঝখানে একটা ফাঁক আছে। ওই ফাঁকটা পূরণ করতে  আজকের এই অনুষ্ঠানটা। এটা মূলত এক ধরনের জাগরণী অনুষ্ঠান।’

এছাড়া বিশেষ অতিথির বক্তব্যে কমিশনার (তদন্ত)  মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী বলেন, সেবাগ্রহিতাগণ তাদের প্রাপ্য সেবা পেতে তারা আইনগত অধিকার সংরক্ষণ করেন। সেবাদাতারা সেবা দেয়ার জন্য আইনগতভাবে বাধ্য  কিন্তু ব্যত্যয়  ঘটে; আর ব্যত্যয় ঘটে বলেই সেবাগ্রহিতাগণ নিপীড়নের শিকার হন।

অন্যান্যদের মধ্যে দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীম, দুদক মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন ও পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান বক্তৃতা প্রদান করেন।
গণশুনানিতে হবিগঞ্জের  জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন সভাপতিত্ব করেন। গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানীর শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ হবিগঞ্জ জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরেন। একই সঙ্গে সেবা বঞ্চিত জনসাধরণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গণশুনানিতে  দুদকের তফসিল ভুক্ত ৮১ টি অভিযোগের শুনানি হয়। যার মধ্যে তিনটি অভিযোগ অনুসন্ধানে নেয়া হয়, ৬০টি অভিযোগ নিষ্পত্তি করা হয় এবং বাকি অভিযোগসমূহ প্রতিবেদন দাখিল সাপেক্ষে নিষ্পত্তি করা হবে।

সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তা-কর্মচারিদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধির মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই গণশুনানির মূল অভিপ্রায়।

এর আগে গণশুনানিতে জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় সপ্তাহব্যাপী মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণ, বুথ স্থাপন করে অভিযোগ সংগ্রহ, অভিযোগ বাক্স স্থাপনসহ বিভিন্ন গণমাধ্যমে দুদকের পক্ষ থেকে ব্যাপক প্রচার-প্রচারণা করা হয়েছিল। 

এ সময় সরাসরি সেবা দাতা কর্মকর্তা-কর্মচারী, সকল শ্রেণি-পেশার নাগরিক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ, স্কাউট- বিএনসিসি সদস্য উপস্থিত ছিলেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিএনপি সরকার গঠন করলে পাহাড়ের সব সমস্যা সমাধান করা হবে: দীপেন দেওয়ান
লালমনিরহাট সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ 
জবি ও কোয়ান্টাম ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর 
জবিতে ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি মূল্যায়ন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
সেন্টমার্টিন দ্বীপের মাস্টার প্লান নিয়ে মতামত পাঠানোর আহ্বান
চট্টগ্রামে ৪০ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার
টানা ৩ দিন হেঁটে চীনা মানবাকৃতির রোবটের বিশ্বরেকর্ড
বিএমইউতে পাবলিক প্রকিউরমেন্ট এ্যাক্ট ও রুলস বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত
বাণিজ্য ও খনিজ নিয়ে আলোচনায় বসছেন ইইউ ও আফ্রিকার নেতারা
জানসেনের বোলিং তোপে তৃতীয় দিনই বিপদে ভারত
১০