বেরোবিতে হংকং-এর উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার 

বাসস
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ১৮:২৩

ঢাকা, ৩০ নভেম্বর, ২০২৫ (বাসস) : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শিক্ষার্থীদের জন্য হংকং-এর বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ তুলে ধরতে একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।

উপাচার্য তার বক্তব্যে বলেন, বৈশ্বিক প্রেক্ষাপটে উচ্চশিক্ষা ও গবেষণায় মানোন্নয়ন বিশ্ববিদ্যালয়ের অগ্রগতির অন্যতম ভিত্তি। 

তিনি বলেন, বেরোবির শিক্ষার্থীদের একাডেমিক পড়ালেখার বাইরে স্কিল ডেভেলপমেন্টের জন্য বর্তমান প্রশাসন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতামূলক হতে প্রয়োজনীয় দক্ষতা ও জ্ঞান অর্জনের জন্য এ ধরনের সেমিনার অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বেরোবি স্কলারশিপ সাপোর্ট অফিস আয়োজিত সেমিনারে বিশেষ আমন্ত্রিত বক্তা হিসেবে অংশ নেন বেরোবি ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মো. ইলিয়াছ প্রামানিক এবং ম্যানেজটমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক ও হংকং এর সিটি ইউনিভার্সিটির পিএইচডি ফেলো শামসুল আলম। 

বক্তারা হংকংয়ের শীর্ষ বিশ্ববিদ্যালয়সমূহে উচ্চশিক্ষার কাঠামো, বৃত্তির সুযোগ, গবেষণার ক্ষেত্র, আবেদন প্রক্রিয়া, প্রস্তুতি এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য প্রদত্ত বিভিন্ন সুবিধা সম্পর্কে  আলোচনা করেন। 

সেমিনারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি-জামায়াতের 
সংসদ নির্বাচনের একই দিনে পৃথক ব্যালটে গণভোট : ইসির প্রজ্ঞাপন
খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ 
স্থাপত্য মানুষের জীবন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎকে গড়ে তোলার সৃজনশীল কর্মযজ্ঞ : শিক্ষা উপদেষ্টা 
৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
পার্বত্য অঞ্চলের উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য : পার্বত্য উপদেষ্টা
স্কুলে হিজাব নিষিদ্ধের অনুমোদন দিল অস্ট্রিয়া পার্লামেন্ট
নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির জেলা ও উপজেলা কর্মকর্তাদের ব্যাপক রদবদল
গত দেড় বছরে হিন্দু ধর্মাবলম্বী অনেকে সরকারি চাকরি পেয়েছেন : বাংলাফ্যাক্ট
গভীর নলকূপের গর্ত থেকে অচেতন অবস্থায় উদ্ধার সাজিদকে হাসপাতালে মৃত ঘোষণা
১০