খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ইআবিতে দোয়া মাহফিল

বাসস
প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ২০:১৫
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩০ নভেম্বর, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় (ইআবি) প্রশাসন। 

আজ রোববার বিশ্ববিদ্যালয়ের মসজিদে বাদ আসর বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শামছুল আলমের নির্দেশনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান, বিশবিদ্যালয়ের কামিল (স্নাতকোত্তর) শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ ও রেজিস্ট্রার মো. আইউব হোসেন বক্তব্য রাখেন। 

এতে উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক প্রফেসর ড. রফিক আল মামুন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী, উপ রেজিস্ট্রার ফাহাদ আহমেদ মোমতাজি, উপ-পরিচালক জিয়াউর রহমান প্রমুখ।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া একজন আপোষহীন দেশপ্রেমিক নেত্রী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দীর্ঘ সময় চেয়ারপার্সনের দায়িত্ব পালন করে আসছেন তিনি।

তারা বলেন, সফল প্রধানমন্ত্রী ছিলেন এবং দেশের আপামর জনতাকে সঙ্গে নিয়ে চারদলীয় জোট, বিশ দলীয় জোটসহ সরকারি ও বিরোধীদলে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন।

শত জুলুম নির্যাতন সত্ত্বেও দেশ ছেড়ে কোথাও যাননি। দেশের মানুষের সঙ্গেই ছিলেন তিনি। দীর্ঘদিন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেছেন তিনি। দেশের মানুষের ভোটাধিকার ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে তার অবদান অনস্বীকার্য। রাজনৈতিক নির্যাতন ও প্রতিকূলতার মধ্যেও তিনি গণতন্ত্রের পক্ষে অটল ছিলেন। বর্তমান বাংলাদেশের রাজনৈতিক এই কঠিন মুহূর্তে বেগম খালেদা জিয়ার উপস্থিতি খুবই জরুরি।

আলোচনা শেষে তার দ্রুত সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইমাম হাফেজ মোয়াজ্জেম হোসেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি-জামায়াতের 
সংসদ নির্বাচনের একই দিনে পৃথক ব্যালটে গণভোট : ইসির প্রজ্ঞাপন
খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ 
স্থাপত্য মানুষের জীবন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎকে গড়ে তোলার সৃজনশীল কর্মযজ্ঞ : শিক্ষা উপদেষ্টা 
৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
পার্বত্য অঞ্চলের উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য : পার্বত্য উপদেষ্টা
স্কুলে হিজাব নিষিদ্ধের অনুমোদন দিল অস্ট্রিয়া পার্লামেন্ট
নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির জেলা ও উপজেলা কর্মকর্তাদের ব্যাপক রদবদল
গত দেড় বছরে হিন্দু ধর্মাবলম্বী অনেকে সরকারি চাকরি পেয়েছেন : বাংলাফ্যাক্ট
গভীর নলকূপের গর্ত থেকে অচেতন অবস্থায় উদ্ধার সাজিদকে হাসপাতালে মৃত ঘোষণা
১০