কুমিল্লায় অনুষ্ঠিত হল ‘বুক অলিম্পিয়াড’

বাসস
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ০০:৫৪
ছবি : বাসস

ঢাকা, ১ ডিসেম্বর, ২০২৫ (বাসস): কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ বুক অলিম্পিয়াড।

রোববার কুমিল্লা আইডিয়াল কলেজে মুক্ত আসরের উদ্যোগ এবং বাংলাদেশ বুক অলিম্পিয়াড কমিটির আয়োজনে ‘বই পড়ি, স্বপ্ন আঁকি’ স্লোগানে উচ্চমাধ্যমিক ক্যাটাগরিতে দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বুক অলিম্পিয়াডের উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও লেখক জি. এম. মনিরুজ্জামান।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, একটি ভালো বই একজন শিক্ষার্থীর চিন্তাচেতনা এবং ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নিয়মিত পাঠাভ্যাস গড়ে উঠলে মননশীলতা বাড়ে এবং যুক্তিবোধের বিকাশ ঘটে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। অতিথি ছিলেন মেরিন ইঞ্জিনিয়ার জিয়াউল হাসান মাহমুদ, বাংলাদেশ বুক অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক আবু সাঈদ, প্রধান সমন্বয়ক আয়শা জাহান, যোগাযোগবিষয়ক প্রধান সমন্বয়ক মো. আবুল বাশার, সদস্য ইয়াতুননেসা রুমা, গবেষক জয়াশিস বণিক, এখন টিভি কুমিল্লা ব্যুরো চিফ খালেদ সাইফুল্লাহ, প্রথম আলো জেলা প্রতিনিধি আবদুর রহমান, ডেইলি স্টারুএর জেলা প্রতিনিধি খালেদ বিন নজরুল এবং বাবুই প্রকাশনের প্রকাশক কাদের বাবুসহ কুমিল্লার বিশিষ্টজনেরা।

বাংলাদেশ বুক অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, কুমিল্লা জেলার মাধ্যমে প্রথমবারের মত কলেজভিত্তিক বুক অলিম্পিয়াডের সূচনা করতে পেরে আমরা আনন্দিত। একই ধারায় সারা দেশে বইপাঠের বার্তা ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের বইমুখী করতে আমরা কাজ করে যাচ্ছি। 

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি-জামায়াতের 
সংসদ নির্বাচনের একই দিনে পৃথক ব্যালটে গণভোট : ইসির প্রজ্ঞাপন
খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ 
স্থাপত্য মানুষের জীবন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎকে গড়ে তোলার সৃজনশীল কর্মযজ্ঞ : শিক্ষা উপদেষ্টা 
৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
পার্বত্য অঞ্চলের উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য : পার্বত্য উপদেষ্টা
স্কুলে হিজাব নিষিদ্ধের অনুমোদন দিল অস্ট্রিয়া পার্লামেন্ট
নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির জেলা ও উপজেলা কর্মকর্তাদের ব্যাপক রদবদল
গত দেড় বছরে হিন্দু ধর্মাবলম্বী অনেকে সরকারি চাকরি পেয়েছেন : বাংলাফ্যাক্ট
গভীর নলকূপের গর্ত থেকে অচেতন অবস্থায় উদ্ধার সাজিদকে হাসপাতালে মৃত ঘোষণা
১০