কুয়েটে শিক্ষকদের পেশাগত দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ

বাসস
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১৬:৫০
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি) এর আয়োজনে মঙ্গলবার কুয়েটের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

খুলনা, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী বলেছেন, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করতে হবে। 

বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক মান নিশ্চিতকরণ সেল (আইকিউএসি) এর আয়োজনে আজ কুয়েটের প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উচ্চতর শিক্ষার মান উন্নয়নে এ ধরণের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলেও উল্লেখ করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের মানসম্মত উচ্চশিক্ষা নিশ্চিত করা এবং ফলাফল-ভিত্তিক শিক্ষা (ওবিই) বাস্তবায়নের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এ কর্মশালার আয়োজন করা হয়।

কুয়েট উপাচার্য আরও বলেন, এ ধরণের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগের কোন বিকল্প নেই। এখান থেকে অর্জিত জ্ঞানকে সঠিক কোর্স প্রোফাইল তৈরি করতে এবং অর্জন গণনায় স্বচ্ছতা নিশ্চিত করতে কার্যকরভাবে প্রয়োগ করতে হবে।

অংশগ্রহণকারীরা প্রশিক্ষণ থেকে উপকৃত হবেন এবং মানসম্মত শিক্ষাদানে নতুন উচ্চতায় উন্নীত করতে অবদান রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কুয়েটের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. হাসানুজ্জামান।

রিসোর্স পার্সন হিসেবে কারিগরি অধিবেশন পরিচালনা করেন, ইলেকট্রনিক্স ও যোগাযোগ প্রকৌশল (ইসিই) বিভাগের প্রধান অধ্যাপক ড. মনির হোসেন এবং ইসিই বিভাগের অধ্যাপক ড. এ.বি.এম. আওলাদ হোসেন।
এ প্রোগ্রামে অংশগ্রহণ করেন, ইসিই বিভাগের অনুষদ সদস্য এবং কর্মকর্তারা।

কর্মশালায় ওবিই সিস্টেমের সফল বাস্তবায়নে প্রয়োজনীয় পাঠ্যক্রম নকশা, মূল্যায়ন পদ্ধতি এবং অর্জন গণনার ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি-জামায়াতের 
সংসদ নির্বাচনের একই দিনে পৃথক ব্যালটে গণভোট : ইসির প্রজ্ঞাপন
খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ 
স্থাপত্য মানুষের জীবন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎকে গড়ে তোলার সৃজনশীল কর্মযজ্ঞ : শিক্ষা উপদেষ্টা 
৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
পার্বত্য অঞ্চলের উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য : পার্বত্য উপদেষ্টা
স্কুলে হিজাব নিষিদ্ধের অনুমোদন দিল অস্ট্রিয়া পার্লামেন্ট
নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির জেলা ও উপজেলা কর্মকর্তাদের ব্যাপক রদবদল
গত দেড় বছরে হিন্দু ধর্মাবলম্বী অনেকে সরকারি চাকরি পেয়েছেন : বাংলাফ্যাক্ট
গভীর নলকূপের গর্ত থেকে অচেতন অবস্থায় উদ্ধার সাজিদকে হাসপাতালে মৃত ঘোষণা
১০