খুবিতে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে এমওইউ স্বাক্ষর

বাসস
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ১৮:১৯
ছবি : বাসস

খুলনা, ২ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : খুলনা বিশ্ববিদ্যালয়ে রফিক আজম ট্রাভেল স্কলারশিপ চালুর লক্ষ্যে স্থাপত্য ডিসিপ্লিন ও শাতোত্তো আর্কিটেকচার ফর গ্রিন লিভিং এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে এই এমওইউ স্বাক্ষর অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী এবং শাতোত্তো আর্কিটেকচারের পক্ষে প্রতিষ্ঠানের পার্টনার নুর ই জান্নাত জুঁই এমওইউতে স্বাক্ষর করেন। পরে স্বাক্ষরিত এমওইউ’র কপি উভয় পক্ষের মধ্যে বিনিময় করা হয়।

এ সময় ট্রেজারার প্রফেসর নূরুন্নবী বলেন, রফিক আজম ট্রাভেল স্কলারশিপ খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন ও জ্ঞানবিনিময়ের চমৎকার প্ল্যাটফর্ম তৈরি করবে। বিশ্বের বিভিন্ন স্থাপত্য-ধারা, পরিবেশ ও সংস্কৃতি প্রত্যক্ষ করার মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা যেমন বিকশিত হবে, তেমনি তাদের পেশাগত দক্ষতা আরও পরিশীলিত হয়ে উঠবে।

শাতোত্তো আর্কিটেকচারের প্রতিষ্ঠাতা স্থপতি রফিক আজম বলেন, স্থাপত্য শুধু নকশার বিষয় নয়, এটি মানুষ, সংস্কৃতি ও প্রকৃতিকে বোঝার যাত্রা। তরুণ স্থপতিদের সেই যাত্রাকে শক্তিশালী ও অনুপ্রাণিত করতে শাতোত্তো আর্কিটেকচার বহুদিন ধরে এই স্কলারশিপ পরিচালনা করে আসছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটি উন্মুক্ত করতে পেরে আমরা আনন্দিত। আন্তর্জাতিক পরিমণ্ডলে কাজ করার অভিজ্ঞতা তাদের পেশাগত দৃষ্টিভঙ্গিকে আরও সমৃদ্ধ করবে এবং দেশের স্থাপত্যচর্চায় তারা নতুন মাত্রা যোগ করবে বলে মনে করি।

এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে জানানো হয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা এই স্কলারশিপর জন্য আবেদন করতে পারবেন। স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থী এক সপ্তাহের আবাসিক কাজের অভিজ্ঞতার জন্য তালিকাভুক্ত যেকোনো দেশে-ভারত, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, থাইল্যান্ড বা ইন্দোনেশিয়া-ভ্রমণের সুযোগ পাবেন। এতে রিটার্ন এয়ার টিকিট, থাকা-খাওয়া, দৈনিক ভাতা ও স্থানীয় পরিবহনের সব খরচ অন্তর্ভুক্ত থাকবে। স্কলারশিপ প্রাপ্ত শিক্ষার্থীদের ভ্রমণ শেষে একটি সংক্ষিপ্ত প্রতিবেদন ও উপস্থাপনা জমা দিতে হবে। প্রতি বছর একজন শিক্ষার্থী এই স্কলারশিপের সুযোগ পাবেন।

এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে স্থাপত্য ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. রুমানা আসাদ, প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, সহযোগী অধ্যাপক ড. এ টি এম মাসুদ রেজা, সহযোগী অধ্যাপক মো. শেখ মারুফ হোসেন, সহযোগী অধ্যাপক এস এম নাজিমুদ্দিন, সহযোগী অধ্যাপক শিবু প্রসাদ বসু উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি-জামায়াতের 
সংসদ নির্বাচনের একই দিনে পৃথক ব্যালটে গণভোট : ইসির প্রজ্ঞাপন
খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ 
স্থাপত্য মানুষের জীবন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎকে গড়ে তোলার সৃজনশীল কর্মযজ্ঞ : শিক্ষা উপদেষ্টা 
৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
পার্বত্য অঞ্চলের উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য : পার্বত্য উপদেষ্টা
স্কুলে হিজাব নিষিদ্ধের অনুমোদন দিল অস্ট্রিয়া পার্লামেন্ট
নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির জেলা ও উপজেলা কর্মকর্তাদের ব্যাপক রদবদল
গত দেড় বছরে হিন্দু ধর্মাবলম্বী অনেকে সরকারি চাকরি পেয়েছেন : বাংলাফ্যাক্ট
গভীর নলকূপের গর্ত থেকে অচেতন অবস্থায় উদ্ধার সাজিদকে হাসপাতালে মৃত ঘোষণা
১০