গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ১২ শিক্ষার্থীর আন্তর্জাতিক বৃত্তি লাভ 

বাসস
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ২১:১১

গাজীপুর, ২ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ১২ জন মেধাবী শিক্ষার্থী জাপানের ‘নাগাও ন্যাচারাল এনভায়রনমেন্ট ফাউন্ডেশন’ (এনইএফ) প্রদত্ত আন্তর্জাতিক বৃত্তি লাভ করেছেন। 

বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে ৯ জন ছাত্রী ও ৩ জন ছাত্র রয়েছেন। তারা প্রত্যেকে পরিবেশ ও প্রাকৃতিক বিজ্ঞান অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পরিবেশ সংরক্ষণে দায়িত্ববোধ, গবেষণার মনোভাব এবং শিক্ষাগত উৎকর্ষতার ভিত্তিতে এই বৃত্তি প্রদান করা হয়। 

আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মুস্তাফিজুর রহমান শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

এনইএফ বাংলাদেশ কমিটির সমন্বয়ক ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. মইনুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম আফরাদ। 

অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন জানান, আগামী তিনবছরে বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থী বাৎসরিক ৩৮ হাজার টাকা করে বৃত্তি পাবেন। এর আগে গত অক্টোবর মাসে বিশ্ববিদ্যালয়ের আরও ২০ জন শিক্ষার্থী একই বৃত্তি পেয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি-জামায়াতের 
সংসদ নির্বাচনের একই দিনে পৃথক ব্যালটে গণভোট : ইসির প্রজ্ঞাপন
খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ 
স্থাপত্য মানুষের জীবন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎকে গড়ে তোলার সৃজনশীল কর্মযজ্ঞ : শিক্ষা উপদেষ্টা 
৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
পার্বত্য অঞ্চলের উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য : পার্বত্য উপদেষ্টা
স্কুলে হিজাব নিষিদ্ধের অনুমোদন দিল অস্ট্রিয়া পার্লামেন্ট
নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির জেলা ও উপজেলা কর্মকর্তাদের ব্যাপক রদবদল
গত দেড় বছরে হিন্দু ধর্মাবলম্বী অনেকে সরকারি চাকরি পেয়েছেন : বাংলাফ্যাক্ট
গভীর নলকূপের গর্ত থেকে অচেতন অবস্থায় উদ্ধার সাজিদকে হাসপাতালে মৃত ঘোষণা
১০