দিনাজপুর হাবিপ্রবিতে রেড ক্রিসেন্ট সোসাইটির বার্ষিক সাধারণ সভা 

বাসস
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৩:১৫
ছবি কোলাজ : বাসস

দিনাজপুর, ৩ ডিসেম্বর, ২০২৫ (বাসস): দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের বার্ষিক সাধারণ সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ দুপুর ১২ টায় দিনাজপুর হাবিপ্রবির জনসংযোগ বিভাগের পরিচালক মো. খাদেমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল ৯'টায় হাবিপ্রবি'র অডিটোরিয়াম-১ উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা। 

বিশেষ অতিথি ছিলেন, প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার ট্রেজারার, প্রফেসর ড. মো. জাহাঙ্গীর কবির, প্রক্টর, প্রফেসর ড. মো. শামসুজ্জোহা এবং দিনাজপুর রেড ক্রিসেন্ট ইউনিটের এডহক কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এ. কে. এম আজাদ, এডহক কার্যনির্বাহী কমিটির সদস্য , এ্যাডভোকেট মোল্লা মো. সাখাওয়াত হোসেন ও আরিফ রেজা।

প্রধান অতিথি তার বক্তব্যে, “হাবিপ্রবি যুব রেড ক্রিসেন্ট দলের বছর ব্যাপী অনুষ্ঠিত ৪৫টি প্রোগ্রাম সম্পর্কে ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, ১১৪৫ জন ভলেন্টিয়ারের সম্মিলিত প্রচেষ্টায় হাবিপ্রবি ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাহিরে দিনাজপুর জেলায় ১৫টি প্রজেক্ট এওয়্যারনেস, ৫টি গ্রামে নিউট্রিশন ক্যাম্পেইন, ১৫০ব্যাগ ব্লাড ডোনেশন, ক্যাম্পাসে ৩৫০জন ভলেন্টিয়ারের সহযোগিতায় মেগা ক্লিন ক্যাম্পাস প্রোগ্রামের আয়োজন সম্পর্কে জানতে পেরে খুবই খুশি হয়েছি। হাবিপ্রবি যুব রেড ক্রিসেন্ট দলের সার্বিক সহযোগিতায় পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।

যুব উপদেষ্টা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হাবিপ্রবি দল প্রফেসর ড. মো. নিজাম উদ্দীন এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও উপস্থিত ছিলেন, দিনাজপুর ইউনিটের যুব কার্যনির্বাহী কমিটির উপ যুব প্রধান, মো. মেহেদী হাসান, যুব সদস্য ফরিদ উদ্দিন, নূর মালিহা ও জিৎ রায়।

সোসাইটির হাবিপ্রবি দলের প্রধান দলনেতা তার বক্তব্যে বলেন, ‘রেড ক্রিসেন্ট আমার জন্য শুধু একটি সংগঠন নয়—একটি অনুভূতির নাম। গত ২০২০ সালে সাধারণ সদস্য হিসাবে রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম শুরু করে আজ ৬ বছরের যাত্রা অতিবাহিত হচ্ছে। ২০২৫ সালে আমাদের কমিটির নেতৃত্বে ৪৫টি প্রোগ্রাম, ৮৬৫ জন ভলেন্টিয়ার, ২০,হাজার মানুষের মধ্যে সচেতনতামূলক কাজ করতে সক্ষম হয়েছি। প্রজেক্ট এওয়্যারনেস, নিউট্রিশন ক্যাম্পেইন, ব্লাড ডোনেশন, মেগা ক্লিন ক্যাম্পাস—সব অর্জনই আমাদের পরিবারের শক্তির প্রতিচ্ছবি। ১১৪৫ সদস্য নিয়ে রেড ক্রিসেন্ট আজ ক্যাম্পাসের সবচেয়ে বড় মানবিক সংগঠন হয়েছে।’

এই কমিটি-২০২৬ এর নেতৃত্বে রয়েছেন, মো. আলমগীর হোসেন (প্রধান দলনেতা), বাহার ইকবাল অনিক (সহ-প্রধান দলনেতা-১), মোছা. আরশিদা আক্তার (সহ-প্রধান দলনেতা-২)

বছরব্যাপী অনুষ্ঠিত বিভিন্ন প্রোগ্রামে যারা সবচেয়ে বেশি অবদান রেখেছেন, তাদের কাজের স্বীকৃতি সরূপ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ২২টি বেস্ট ভলেন্টিয়ার এওয়ার্ড দেওয়া হয়েছে। 

অনুষ্ঠান শেষে কমিটি- বিলুপ্তি ঘোষণা করা হয়। সেই সাথে আগামী-২০২৬ সালের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি-জামায়াতের 
সংসদ নির্বাচনের একই দিনে পৃথক ব্যালটে গণভোট : ইসির প্রজ্ঞাপন
খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ 
স্থাপত্য মানুষের জীবন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎকে গড়ে তোলার সৃজনশীল কর্মযজ্ঞ : শিক্ষা উপদেষ্টা 
৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
পার্বত্য অঞ্চলের উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য : পার্বত্য উপদেষ্টা
স্কুলে হিজাব নিষিদ্ধের অনুমোদন দিল অস্ট্রিয়া পার্লামেন্ট
নির্বাচন উপলক্ষে আনসার-ভিডিপির জেলা ও উপজেলা কর্মকর্তাদের ব্যাপক রদবদল
গত দেড় বছরে হিন্দু ধর্মাবলম্বী অনেকে সরকারি চাকরি পেয়েছেন : বাংলাফ্যাক্ট
গভীর নলকূপের গর্ত থেকে অচেতন অবস্থায় উদ্ধার সাজিদকে হাসপাতালে মৃত ঘোষণা
১০