খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাটোরে দোয়া ও মোনাজাত

বাসস
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৩
খালেদা জিয়ার সুস্থতা কামনায় নাটোরে দোয়া ও মোনাজাত। ছবি : বাসস

নাটোর, ৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস): সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে নাটোর জেলার সব মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার জুম্মার নামাজ শেষে মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অন্তবর্তীকালীন সরকারের নির্দেশনার প্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয় বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে সকল মসজিদে দোয়া পরিচালনার আহ্বান জানিয়ে অনুরোধপত্র পাঠায়।

বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে নাটোর কেন্দ্রীয় জামে মসজিদে মোনাজাত পরিচালনা করেন মসজিদের খতিব মুফতি মাওলানা মাসুদুর রহমান। নাটোর শহরের প্রাচীন আলাইপুর মারকাজ জামে মসজিদে মোনাজাত পরিচালনা করেন খতিব মাওলানা মফিজুর রহমান।

ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উপ পরিচালক মো. রিয়াজুল ইসলাম জানান, বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে আজ বাদ জুম্মআ’ মোনাজাত পরিচালনার জন্যে জেলার প্রায় সাড়ে তিন হাজার মসজিদে অনুরোধ জানান হয়।

এ দিকে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে বাদ জুম্মআ’ সকল মসজিদে দোয়া করার জন্য জেলা বিএনপি’র পক্ষ থেকেও অনুরোধ জানানো হয় বলে জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ।

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী জুম্মার নামাজ শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে মুসল্লিদের মধ্যে খাদ্য বিতরণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইরাকের সাবেক প্রেসিডেন্টকে ইউএনএইচসিআর-এর নতুন প্রধান ঘোষণা
জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য ধ্বংস ও দূষণ মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান বাংলাদেশের
ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলবেন আফগানিস্তানের গুরবাজ
সাতক্ষীরায় সুন্দরবনে অবৈধ শিকারের সরঞ্জাম জব্দ, আটক ৩ 
ঢাবি ইতিহাস বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৯তম পুনর্মিলনী অনুষ্ঠিত
ভাসানী ছিলেন স্বতন্ত্র রাজনৈতিক দর্শন ও সংগ্রামের এক অনন্য ব্যক্তিত্ব : ফখরুল
তুর্কমেনিস্তান-শীর্ষ বৈঠকে রুশ, তুর্কি ও ইরানি নেতারা মিলিত
বড় জয় দিয়ে শুরু ভারত ও পাকিস্তানের
কুমিল্লায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে নামছে বাংলাদেশ
১০