বর্তমানে বাংলাদেশে সাংবাদিকরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারছে : রামুতে বাসস এমডি মাহবুব মোর্শেদ

বাসস
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ২২:০৮ আপডেট: : ০৫ ডিসেম্বর ২০২৫, ২২:২৬
বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং কথাসাহিত্যিক মাহবুব মোর্শেদ আজ শুক্রবার সন্ধ্যায় রামু প্রেসক্লাবের অভিষেক ও প্রতিষ্ঠাতাদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। ছবি : বাসস

কক্সবাজার, ৫ ডিসেম্বর, ২০২৫(বাসস) : বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং কথাসাহিত্যিক মাহবুব মোর্শেদ বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাংবাদিকতাকে খুবই গুরুত্ব দিচ্ছে। সংবাদপত্র ও সাংবাদিকদের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। ফলে বর্তমানে বাংলাদেশে সাংবাদিকরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারছে। এমনকি সবাই নিজেদের মতো করে আলোচনা-সমালোচনা করতে পারছে।

শুক্রবার সন্ধ্যায় রামু প্রেসক্লাবের অভিষেক ও প্রতিষ্ঠাতাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুব মোর্শেদ বলেন, রামু একটা জীবন্ত মিউজিয়াম। এখানে অনেক ইতিহাস ঐতিহ্য ও স্মৃতি রয়েছে। যার কারণে বাংলাদেশের ইতিহাসে রামুর গুরুত্ব রয়েছে। এখানকার পাহাড় সমুদ্র এ এলাকার মানুষকে বড় চিন্তা করতে শিখিয়েছে।

বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ প্রতিষ্ঠাতাদের হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন।

বাসস এমডি মাহবুব মোর্শেদ বলেন, দলীয় বিবেচনায় সাংবাদিকতা বিভাজিত থাকে। তাই সাংবাদিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে।

রামু প্রেসক্লাবের নবগঠিত কমিটির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আহমদ ছৈয়দ ফরমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ আকতার উদ্দীন চৌধুরী ও কক্সবাজারের সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা নাছির উদ্দীন ও রামু বণিক সমিতির সভাপতি রুহুল আমিন রকি। বক্তব্য রাখেন, রামু প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আমির হোসেন হেলালী।

পরে বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং কথাসাহিত্যিক মাহবুব মোর্শেদ প্রতিষ্ঠাতাদের হাতে ক্রেস্ট তুলে দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইরাকের সাবেক প্রেসিডেন্টকে ইউএনএইচসিআর-এর নতুন প্রধান ঘোষণা
জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য ধ্বংস ও দূষণ মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান বাংলাদেশের
ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলবেন আফগানিস্তানের গুরবাজ
সাতক্ষীরায় সুন্দরবনে অবৈধ শিকারের সরঞ্জাম জব্দ, আটক ৩ 
ঢাবি ইতিহাস বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৯তম পুনর্মিলনী অনুষ্ঠিত
ভাসানী ছিলেন স্বতন্ত্র রাজনৈতিক দর্শন ও সংগ্রামের এক অনন্য ব্যক্তিত্ব : ফখরুল
তুর্কমেনিস্তান-শীর্ষ বৈঠকে রুশ, তুর্কি ও ইরানি নেতারা মিলিত
বড় জয় দিয়ে শুরু ভারত ও পাকিস্তানের
কুমিল্লায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে নামছে বাংলাদেশ
১০