খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া মাহফিল

বাসস
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ২২:৩৪
ছবি : বাসস

বাগেরহাট,  ৫ ডিসেম্বর, ২০২৫(বাসস): বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া  মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে শহরের স্বাধীনতা উদ্যানে এই দোয়া  মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। এসময় জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি শেখ মুজিবুর রহমান, জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দ্বীপু, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তারসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

গণতন্ত্রের আপোসহীন নেত্রী, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও পূর্ণ সুস্থতা কামনা করে নেতৃবৃন্দ বলেন, তিনি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। 

আলোচনা সভা শেষে বেগম জিয়ার রোগ মুক্তি ও পূর্ণাঙ্গ সুস্থতার জন্য দোয়া পরিচালনা করেন ওলামা দল নেতা মাওলানা ইব্রাহিম হোসেন।

এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে জেলার বিভিন্ন স্থানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে জেলার সকল মসজিদে জুমা’র নামাজের পরে দোয়া-মোনাজাত করেছেন মুসল্লিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইরাকের সাবেক প্রেসিডেন্টকে ইউএনএইচসিআর-এর নতুন প্রধান ঘোষণা
জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য ধ্বংস ও দূষণ মোকাবিলায় পর্যাপ্ত অর্থায়নের আহ্বান বাংলাদেশের
ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলবেন আফগানিস্তানের গুরবাজ
সাতক্ষীরায় সুন্দরবনে অবৈধ শিকারের সরঞ্জাম জব্দ, আটক ৩ 
ঢাবি ইতিহাস বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১৯তম পুনর্মিলনী অনুষ্ঠিত
ভাসানী ছিলেন স্বতন্ত্র রাজনৈতিক দর্শন ও সংগ্রামের এক অনন্য ব্যক্তিত্ব : ফখরুল
তুর্কমেনিস্তান-শীর্ষ বৈঠকে রুশ, তুর্কি ও ইরানি নেতারা মিলিত
বড় জয় দিয়ে শুরু ভারত ও পাকিস্তানের
কুমিল্লায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
হ্যাটট্রিক শিরোপা জয়ের মিশনে নামছে বাংলাদেশ
১০