সুন্দরবনের গহীন অভয়ারণ্যে মাছ শিকারের অভিযোগে আটক ৭ 

বাসস
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৮:১৭
ছবি : বাসস

সাতক্ষীরা, ৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহীন অভয়ারণ্য এলাকায় মাছ শিকারের অভিযোগে সাতজনকে আটক করেছে বনবিভাগ। 

শনিবার রাতে বাহির মান্দারবাড়িয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় জব্দ করা হয় ইঞ্চিনচালিত ট্রলারসহ মাছ শিকারের বিভিন্ন সরঞ্জাম।

আটককৃতরা হলেন, বাগেরহাটের মোংলার উলুবুনিয়া গ্রামের মোশারফ হোসেন (৪০), ইব্রাহিম শেখ (৩০), মহসিন শেখ (৪০), ইয়াছিন মোসাল্লি (১৮), হলদেবুনিয়া গ্রামের ইকরাম শেখ (২৪), চাঁদপাই গ্রামের শওকাত আলী ফকির (৫৫) ও আন্ধালিয়া গ্রামের সাফারত ফকির (৪৫)। 

বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. ফজলুল হকের নেতৃত্বে বনবিভাগের সদস্যরা বাহির মান্দারবাড়িয়া এলাকায় অভিযান চালায়। এ সময় সেখান থেকে সাত জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় তাদের ব্যবহৃত একটি ইঞ্চিনচালিত ট্রলার, সৌর প্যানেল, ব্যাটারি, বেহেন্দী জাল ও মাছ শিকারের বিভিন্ন সরঞ্জাম।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. ফজলুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, এই জেলেরা সাগরে মাছ ধরার অনুমতি নিয়েছিলেন। কিন্তু শর্ত ভঙ্গ করে তারা সুন্দরবনের সংরক্ষিত গহীন অভয়ারণ্য অঞ্চলের মধ্যে ঢুকে মাছ শিকার করছিলেন।

তিনি আরও জানান, আটক জেলেদের নৌযান হেফাজতে রেখে আজ রোববার সকালে তাদের আাদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ
চীন সফরে অনূর্ধ্ব-১৯ নারী দল ঘোষণা করেছে বিসিবি
ডাফির বোলিং তোপে সিরিজে লিড নিউজিল্যান্ডের
মিয়ানমার ও বাংলাদেশে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও বার্মিজ লুঙ্গিসহ আটক ২২ 
ডি ককের ঝড়ো ইনিংসে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
ওসমান ওসমান হাদিকে গুলির ঘটনায় এবি পার্টির উদ্বেগ 
খালেদা জিয়ার রোগমুক্তি ও সাবেক মন্ত্রী মোমেন খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল 
যুক্তরাষ্ট্র-কানাডায় ভয়াবহ বন্যা, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
জাতীয় নির্বাচনের তফসিলকে হবিগঞ্জের সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছেন
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ 
১০