পিরোজপুরে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

বাসস
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৯:১২
ছবি : বাসস

পিরোজপুর,৭ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় আজ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক আবু সাঈদ।

আজ সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। 

জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ প্রতিনিধি এস এম রেজাউল ইসলাম শামীম, প্রেসক্লাব সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি এস এম তানভীর আহমেদ, ইউএনবি প্রতিনিধি মাহমুদ হোসেন, ইত্তেফাক স্টাফ রিপোর্টার মুনিরুজ্জামান নাসিম আলী, দৈনিক খবর প্রতিনিধি এম এ রব্বানী ফিরোজ, ডেইলি অবজারভার প্রতিনিধি জিয়াউল আহসান, দ্য এশিয়ান এইজ প্রতিনিধি হাসান মামুন, বাসস এর  প্রতিনিধি মিজানুর রহমান, সময় টিভির প্রতিনিধি জিয়াউল হক, ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি তামিম সরদদরসহ বিভিন্ন উপজেলার প্রেসক্লাব সভাপতি, সম্পাদক ও গণমাধ্যমকর্মীরা।
জেলা প্রশাসক বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সচেতনতায় প্রশাসন যথাযথ ভূমিকা রাখবে। 

তিনি বলেন, আপনারা মাঠে কাজ করেন, তাই জেলার সুবিধা অসুবিধার তথ্য আমাদের জানাবেন। মাদক, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে আপনাদের মতামত ও সহযোগিতা কামনা করছি। সাংবাদিক ও প্রশাসন একে অপরের পরিপূরক—আমরা মিলেমিশে জেলাকে আরও এগিয়ে নিতে চাই।

সভায় সাংবাদিক নেতারা প্রকৃত সাংবাদিকদের মূল্যায়ন এবং অপসাংবাদিকতা রোধে প্রশাসনের নজরদারি বাড়ানোর আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী ও আরডিসি মো. রুবাইয়াত ফেরদৌস।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ
চীন সফরে অনূর্ধ্ব-১৯ নারী দল ঘোষণা করেছে বিসিবি
ডাফির বোলিং তোপে সিরিজে লিড নিউজিল্যান্ডের
মিয়ানমার ও বাংলাদেশে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও বার্মিজ লুঙ্গিসহ আটক ২২ 
ডি ককের ঝড়ো ইনিংসে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
ওসমান ওসমান হাদিকে গুলির ঘটনায় এবি পার্টির উদ্বেগ 
খালেদা জিয়ার রোগমুক্তি ও সাবেক মন্ত্রী মোমেন খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল 
যুক্তরাষ্ট্র-কানাডায় ভয়াবহ বন্যা, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
জাতীয় নির্বাচনের তফসিলকে হবিগঞ্জের সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছেন
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ 
১০