দেশের মানুষের বিপদে বেগম জিয়া সবসময় পাশে দাঁড়িয়েছেন : মিনু

বাসস
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:০২ আপডেট: : ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:০৬
গতকাল রোববার বিকেলে রাজশাহী ২০ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল। ছবি: বাসস

রাজশাহী, ৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা ও রাজশাহী-২ (সদর) আসনে মনোনীত প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের বিপদে-আপদে সবসময় পাশে দাঁড়িয়েছেন। তিনি দেশের মানুষকে খুব ভালোবাসেন। তাই তিনি এই দেশ ও দেশের মানুষকে ছেড়ে কখনোই যাননি। 

রাজশাহী সিটির সাবেক এ মেয়র বলেন, বেগম খালেদা জিয়া এখন অসুস্থ। তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ। বেগম খালেদা জিয়ার জন্য সারাদেশের মানুষহ বিশ্বের মুসলমানরা দোয়া করছে। 

গতকাল রোববার বিকেলে রাজশাহী মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মিজানুর রহমান মিনু বলেন, সকল আন্দোলন সংগ্রামে বেগম খালেদা জিয়া দেশবাসীকে ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলেছিলেন। তিনি কখনোই আপোষ করেননি। সেই প্রিয় দেশনেত্রী এখন কঠিন সময় পার করছেন। ফ্যাসিস্ট সরকারের নির্মম নির্যাতনে তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েছেন। আল্লাহ বেগম জিয়াকে সুস্থতা দান করুন। আপনারা সবাই আমাদের দেশনেত্রীর রোগমুক্তি ও সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন।

নগরীর ২০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক লাল্টুর পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং রাসিকের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। 

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুন, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, শফিকুল ইসলাম শাফিক ও জয়নুল আবেদীন শিবলী, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, বোয়ালিয়া থানা (পশ্চিম) বিএনপির সভাপতি শামসুজ্জামান মিলু, সাধারণ সম্পাদক বজলু জামান মোহন, রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি প্রমুখ। 

এছাড়াও মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এদিকে, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নগরের বিভিন্ন এলাকায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলগুলোতে জননেতা মিজানুর রহমান মিনুসহ মহানগর বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রধান উপদেষ্টার নির্দেশ
চীন সফরে অনূর্ধ্ব-১৯ নারী দল ঘোষণা করেছে বিসিবি
ডাফির বোলিং তোপে সিরিজে লিড নিউজিল্যান্ডের
মিয়ানমার ও বাংলাদেশে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও বার্মিজ লুঙ্গিসহ আটক ২২ 
ডি ককের ঝড়ো ইনিংসে সিরিজে সমতা ফেরাল দক্ষিণ আফ্রিকা
ওসমান ওসমান হাদিকে গুলির ঘটনায় এবি পার্টির উদ্বেগ 
খালেদা জিয়ার রোগমুক্তি ও সাবেক মন্ত্রী মোমেন খানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল 
যুক্তরাষ্ট্র-কানাডায় ভয়াবহ বন্যা, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
জাতীয় নির্বাচনের তফসিলকে হবিগঞ্জের সর্বস্তরের মানুষ স্বাগত জানিয়েছেন
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি গুলিবিদ্ধ 
১০