খালেদা জিয়ার সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল 

বাসস
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৭:৩১
ছবি : বাসস

রাজবাড়ী, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় রাজবাড়ীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রাজবাড়ী শহীদ খুশি রেলওয়ে মাঠে আজ মঙ্গলবার এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দোয়ার মাহফিলে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী-১ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। 

বিএনপি জেলা কমিটির সাবেক আহ্বায়ক নঈম আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, গাজী আহসান হাবিব এবং আব্দুল মজিদ।

সভায় প্রধান অতিথি বলেন, বিএনপি প্রতিশ্রুতি দেয়, প্রতিশ্রুতি রক্ষাও করে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে এক নব দিগন্ত উন্মোচিত হবে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে রাজবাড়ীকে একটি উন্নত জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।

আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র পুন:উদ্ধারে সংগ্রামের প্রতীক, জাতীয় ঐক্যের প্রতীক। তার সুস্থতা শুধু দলের নয়, জাতীয় ঐক্যের জন্যও খুবই প্রয়োজন।

তিনি  বলেন, মানুষের ভালোবাসা ও দোয়ায় তারেক জিয়া বীরের বেশে দেশে ফিরবেন এবং নির্বাচনেও অংশগ্রহণ করবেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি সরকার গঠন করবেন ইনশাআল্লাহ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভেনিজুয়েলার উপকূল থেকে জব্দ ট্যাংকারটিকে বন্দরে আনছে যুক্তরাষ্ট্র
মাগুরায় বিট পুলিশিংয়ের ওপেন হাউজ ডে উপলক্ষে মতবিনিময় সভা
কিয়েভে ২টি বিস্ফোরণে নিহত ১, আহত ৪ 
ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জেলেনস্কির আলোচনা
তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি-জামায়াতের 
সংসদ নির্বাচনের একই দিনে পৃথক ব্যালটে গণভোট : ইসির প্রজ্ঞাপন
খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ 
স্থাপত্য মানুষের জীবন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎকে গড়ে তোলার সৃজনশীল কর্মযজ্ঞ : শিক্ষা উপদেষ্টা 
৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
পার্বত্য অঞ্চলের উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য : পার্বত্য উপদেষ্টা
১০