নেত্রকোণায় কৃষি জমির মাটি দিয়ে ইট তৈরি, ৪ ভাটাকে জরিমানা 

বাসস
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯
আশুজিয়া ও বলাইশিমুল ইউনিয়নে উপজেলা প্রশাসন নেত্রকোণায় কৃষি জমির মাটি ব্যবহার করে ইট তৈরি করায় ৪টি ইটভাটাকে জরিমানা করেছে কেন্দুয়া উপজেলা প্রশাসন। ছবি : বাসস

নেত্রকোণায়, ১০ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : নেত্রকোণায় কৃষি জমির মাটি ব্যবহার করে ইট তৈরি করায় ৪টি ইটভাটাকে জরিমানা করেছে কেন্দুয়া উপজেলা প্রশাসন।

গতকাল মঙ্গলবার দিনব্যাপী উপজেলার আশুজিয়া ও বলাইশিমুল ইউনিয়নে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। 

এ সময় মোবাইল কোর্ট বসিয়ে কৃষিজমির মাটি ব্যবহার করে ইট তৈরির অপরাধে মেসার্স সানি ব্রিকস, মেসার্স টি আই বি ব্রিকস, মেসার্স এ এন ব্রিকস এবং মেসার্স এ এস টি ব্রিক ফিল্ড নামক চারটি ইটভাটাকে মোট চার লাখ টাকা অর্থদণ্ড দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলামের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম-উল ইসলাম চৌধুরী। 

এ সময় মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল মতিন এবং পরিদর্শক মাহবুবুল ইসলাম। আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতায় ছিলেন কেন্দুয়া থানা পুলিশের একটি টিম এবং উপস্থিত ছিলেন কেন্দুয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যবৃন্দ।

পরিবেশে অধিদপ্তরের ছাড়পত্র ব্যতীত এবং কৃষি জমির মাটি ব্যবহার করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন আবদুল্লাহ আল মতিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভেনিজুয়েলার উপকূল থেকে জব্দ ট্যাংকারটিকে বন্দরে আনছে যুক্তরাষ্ট্র
মাগুরায় বিট পুলিশিংয়ের ওপেন হাউজ ডে উপলক্ষে মতবিনিময় সভা
কিয়েভে ২টি বিস্ফোরণে নিহত ১, আহত ৪ 
ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জেলেনস্কির আলোচনা
তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি-জামায়াতের 
সংসদ নির্বাচনের একই দিনে পৃথক ব্যালটে গণভোট : ইসির প্রজ্ঞাপন
খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ 
স্থাপত্য মানুষের জীবন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎকে গড়ে তোলার সৃজনশীল কর্মযজ্ঞ : শিক্ষা উপদেষ্টা 
৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
পার্বত্য অঞ্চলের উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য : পার্বত্য উপদেষ্টা
১০