সাতকানিয়ায় হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার

বাসস
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১২:১৬
চট্টগ্রামের সাতকানিয়া থেকে উদ্ধার হওয়া শকুন পরিযায়ী ‘হিমালয়ান গৃধিনী’। ছবি : বাসস

চট্টগ্রাম (দক্ষিণ), ১০ ডিসেম্বর , ২০২৫ (বাসস) : চট্টগ্রামের সাতকানিয়া থেকে একটি পরিযায়ী শকুন উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া শকুন পরিযায়ী ‘হিমালয়ান গৃধিনী’ নামে পরিচিত।

গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার উত্তর কাঞ্চনা এলাকা থেকে শকুনটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বিকেলে এলাকার একটি মাদ্রাসার সামনে শকুনটি আকাশ থেকে পড়ে। এরপর মাদ্রাসার ছাত্ররা বন বিভাগে খবর দিলে রাতে বনবিভাগের কর্মকর্তারা শকুনটিকে উদ্ধার করে।

বন বিভাগ জানায়, প্রতিকূল পরিবেশ ও খাদ্যসংকটের কারণে বাংলাদেশে শকুন প্রায় বিলুপ্ত। উদ্ধার হওয়া শকুন পরিযায়ী ‘হিমালয়ান গৃধিনী’ নামে পরিচিত। শীত শুরু হলে এটি ভারত, নেপাল, ভুটান ও তিব্বত অঞ্চলের পাহাড় থেকে দক্ষিণ দিকে নেমে আসে। তখন বাংলাদেশেও দেখা যায়। এ শকুনের দৈর্ঘ্য প্রায় ৯৫ থেকে ১২৫ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। একেকটি ডানা ২ দশমিক ৫০ মিটার থেকে ৩ দশমিক ১ মিটার পর্যন্ত হয়ে থাকে।

সাতকানিয়ার মাদার্শা বন রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হোসেন বলেন, দীর্ঘ পথ ওড়ার পর খাবার না পেয়ে শকুনটি ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায়। পরে মাদরাসা ছাত্ররা আমাদের খবর দিলে শকুনটি উদ্ধার করি। প্রায় আট কেজি ওজনের উদ্ধার হওয়া শকুনটির ডান পা নেই।
তিনি আরও বলেন, আমরা শকুনটিকে খাবার দিয়েছি। এখন মোটামুটি সুস্থ, তবে উড়ে যাওয়ার সক্ষমতা নেই। 
আজ বুধবার সেটিকে কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের বন্যপ্রাণী হাসপাতালে পাঠানো হবে। সেখানে পরিচর্যা শেষে অবমুক্ত করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভেনিজুয়েলার উপকূল থেকে জব্দ ট্যাংকারটিকে বন্দরে আনছে যুক্তরাষ্ট্র
মাগুরায় বিট পুলিশিংয়ের ওপেন হাউজ ডে উপলক্ষে মতবিনিময় সভা
কিয়েভে ২টি বিস্ফোরণে নিহত ১, আহত ৪ 
ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জেলেনস্কির আলোচনা
তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বিএনপি-জামায়াতের 
সংসদ নির্বাচনের একই দিনে পৃথক ব্যালটে গণভোট : ইসির প্রজ্ঞাপন
খালেদা জিয়ার সুস্থতায় দোয়া ও এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ 
স্থাপত্য মানুষের জীবন, আকাঙ্ক্ষা ও ভবিষ্যৎকে গড়ে তোলার সৃজনশীল কর্মযজ্ঞ : শিক্ষা উপদেষ্টা 
৩০০ আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়ে ইসির প্রজ্ঞাপন
পার্বত্য অঞ্চলের উন্নয়ন দেশের সামগ্রিক উন্নয়নের জন্য অপরিহার্য : পার্বত্য উপদেষ্টা
১০