শিরোনাম
ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৩ (বাসস) : দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবীদের ঐতিহ্য হিসেবে প্রতি বছরের মতো এবারও সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে ভোজের আয়োজন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি দুপুরে এ ভোজ হচ্ছে।
সুপ্রিম আইনজীবী সমিতি (সুপ্রিমকোর্ট বার) এ ভোজ আয়োজন করে। এতে দাওয়াত পেয়েছেন ১০ হাজার আইনজীবী। পাশাপাশি প্রধান বিচারপতি, সুপ্রিমকোর্টের বর্তমান ও সাবেক বিচারপতিগনও আমন্ত্রিত হয়ে ভোজে অংশ নেন। অনুষ্ঠানে বার্ষিক ভোজ ছাড়াও সাংস্কৃতিক সন্ধ্যা ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
এবারের অনুষ্ঠানে আইনজীবীদের জন্য বিনোদনে সাংস্কৃতিক বিভিন্ন আয়োজন রয়েছে বলে জানিয়েছেন আইনজীবী সমিতির সম্পাদক এডভোকেট আব্দুন নুর দুলাল। তিনি জানান, দাওয়াতপত্র দিয়ে ১০ হাজার আইনজীবীকে আমন্ত্রণ জানানো হয়েছে।
বার সম্পাদক আব্দুন নুর দুলাল বলেন, দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ অনুষ্ঠানে অংশ নেয়ার কথা রয়েছে। পাশাপাশি মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, সুপ্রিমকোর্ট বারের সদস্য, সাংবাদিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এই ভোজে অংশ নেবেন।