লক্ষ্মীপুরে ৫’শ ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ

বাসস
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৪:১২
লক্ষ্মীপুরে ৫’শ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। ছবি: বাসস

লক্ষ্মীপুর, ১০ জানুয়ারী, ২০২৫ (বাসস) : জেলায় ৫’শ হতদরিদ্র ও ছিন্নমূল অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার। 

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে শহরের সরকারী আদর্শ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয়। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন, পৌরসভার প্রধান নির্বাহী খান মোহাম্মদ ফারাবী, পৌরসভার কর্মকর্তা মো. কামরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

এছাড়া সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও উপজেলার বিভিন্ন স্থানে মাদ্রাসা, এতিমখানা ও বাসটার্মিনাল সহ বিভিন্ন স্থানে সরকারীভাবে কয়েকশ কম্বল বিতরণ করা হয়।

মো. জসিম উদ্দিন বলেন, পৌরসভার ১৫টি ওয়ার্ডে ছিন্নমূল হতদরিদ্র,অসহায় ও দুস্থদের মাঝে পৌরসভার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরন করা হচ্ছে। পৌরসভার উদ্যোগে  এ সব কম্বল বিতরন করা হয়।

এটি অব্যাহত রাখা হবে।

এসময় জেলা প্রশাসক বলেন, প্রত্যেক উপজেলায় সরকারীভাবে কম্বল বিতরন করা হচ্ছে। পাশাপাশি রাস্তার পাশে খেটে খাওয়া মানুষ শীতে অনেক কষ্ট পাচ্ছে। তাই তাদের কষ্টের কথা চিন্তা করে,গভীররাতে শীতার্থদের মাঝে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল ও শীত বস্ত্র বিতরণ করা হয়। এটি অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের ‘অমূল্য’ স্বাস্থ্য সংস্থাকে বিপর্যস্ত করেছেন : ‘হু’ প্রধান
চাঁদপুরে দুই মাদক কারবারি আটক 
চাকরি ছেড়ে এখন সফল কৃষি উদ্যোক্তা পটুয়াখালীর খলিল
কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬ টি জলকপাট আবারও খুলে দেয়া হয়েছে 
শেরপুরে দুদকের ১৮৪তম গণশুনানি অনুষ্ঠিত
তাইওয়ান নিয়ে মন্তব্যের দায়ে জাপানি আইনপ্রণেতার ওপর নিষেধাজ্ঞা বেইজিংয়ের
সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনে ১৬ জনের কারাদণ্ড
অন্তর্বর্তী সরকারকে উৎখাতে ষড়যন্ত্র: সাবেক সচিব শহীদ খান কারাগারে
ডাকসু নির্বাচনে নিরাপত্তার স্বার্থে শেখ মুজিবুর হলের পকেট গেইট বন্ধ থাকবে
রাজধানীতে ডলার জালিয়াতি চক্রের মূল হোতা গ্রেফতার
১০