সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় এক কিশোরী নিহত 

বাসস
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৪:১১

সাতক্ষীরা, ১০ জানুয়ারী, ২০২৫ (বাসস) : সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে এক কিশোরী নিহত হয়েছেন। 

আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলাধীন সাতক্ষীরা-আশাশুনি সড়কের পুরাতন আলিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কিশোরীর নাম আসপিয়া খাতুন  (১৭) । সে পুরাতন সাতক্ষীরা কলোনিপাড়া এলাকার আব্দুস সবুরের মেয়ে।

নিহতের মামা মহসিন আলী জানান, আশপিয়া খাতুন গতকাল বৃহস্পতিবার বিকালে পরিবারের অন্য তিন সদস্যদের সাথে সদর উপজেলার ধুলিহর এলাকায় এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিল মাহফিল শুনতে। সেখান থেকে আজ সকালে একটি ইজিবাইকে তারা সবাই বাড়ি ফিরছিল। পথিমধ্যে সদর উপজেলাধীন সাতক্ষীরা-আশাশুনি সড়কের পুরাতন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা এলাকায় পৌঁছালে অসাবধানতাবশত আশপিয়ার ওড়না ইজিবাইকের চাকার সাথে পেঁচিয়ে গেলে সে ছিটকে রাস্তার উপর পড়ে যায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। 

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসার তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. সাইফুল ইসলাম জানান, হাসপাতালে আনার আগেই পথে তার মৃত্যু হয়েছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সামিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতের ভিডিওকে খাগড়াছড়ির বলে ছড়ানোর অপচেষ্টা শনাক্ত: ফ্যাক্টওয়াচ 
নড়াইলে জমে উঠেছে দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়
রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র কার্যকর সমাধান : ইউএন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা
হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ চলছে
ভুটানের সঙ্গে আন্তঃসীমান্ত রেলপথ নির্মাণ করবে ভারত
ড. ইউনূসের সঙ্গে ইউনিসেফ প্রধানের সাক্ষাত: রোহিঙ্গা শিশুদের শিক্ষা বিষয়ে আলোচনা
হবিগঞ্জে কুমারী পূজা অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বৈঠকে ভাষণ দেবেন ট্রাম্প
ট্রাম্পের গাজা পরিকল্পনাকে স্বাগত জানালেন ইইউ প্রধান 
নলছিটিতে শতাধিক কুকুর-বিড়ালকে জলাতঙ্কের টিকা প্রদান
১০