শেরপুরে বালুভর্তি মাহিন্দ্রা গাড়ি উল্টে চালক নিহত

বাসস
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৪:১৬ আপডেট: : ১০ জানুয়ারি ২০২৫, ১৫:২০
শেরপুরে বালুভর্তি গাড়ী উল্টে নিহত চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি: বাসস

শেরপুর, ১০ জানুয়ারী, ২০২৫ (বাসস): জেলার ঝিনাইগাতীতে বালুভর্তি মাহিন্দ্রা গাড়ি উল্টে শান্ত (১৫) নামে এক কিশোর চালক নিহত হয়েছে। 

আজ শুক্রবার ভোর ৬টার দিকে ঝিনাইগাতী-ধানশাইল সড়কের জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শান্ত উপজেলার পূর্ব ধানশাইল জামতলী এলাকার শেখ কামালের ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া এলাকা থেকে বালুভর্তি মাহিন্দ্রা গাড়িটি নিয়ে শান্ত ঝিনাইগাতী সদরে আসছিল। এ সময় রাস্তায় ঘন কুয়াশা থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের ধানক্ষেতে পড়ে যায়। এতে চালক শান্ত ওই গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ভারতের ভিডিওকে খাগড়াছড়ির বলে ছড়ানোর অপচেষ্টা শনাক্ত: ফ্যাক্টওয়াচ 
নড়াইলে জমে উঠেছে দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়
রোহিঙ্গাদের প্রত্যাবাসনই একমাত্র কার্যকর সমাধান : ইউএন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা
হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ চলছে
ভুটানের সঙ্গে আন্তঃসীমান্ত রেলপথ নির্মাণ করবে ভারত
ড. ইউনূসের সঙ্গে ইউনিসেফ প্রধানের সাক্ষাত: রোহিঙ্গা শিশুদের শিক্ষা বিষয়ে আলোচনা
হবিগঞ্জে কুমারী পূজা অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্মকর্তাদের বৈঠকে ভাষণ দেবেন ট্রাম্প
ট্রাম্পের গাজা পরিকল্পনাকে স্বাগত জানালেন ইইউ প্রধান 
নলছিটিতে শতাধিক কুকুর-বিড়ালকে জলাতঙ্কের টিকা প্রদান
১০