শেরপুরে বালুভর্তি মাহিন্দ্রা গাড়ি উল্টে চালক নিহত

বাসস
প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৫, ১৪:১৬ আপডেট: : ১০ জানুয়ারি ২০২৫, ১৫:২০
শেরপুরে বালুভর্তি গাড়ী উল্টে নিহত চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি: বাসস

শেরপুর, ১০ জানুয়ারী, ২০২৫ (বাসস): জেলার ঝিনাইগাতীতে বালুভর্তি মাহিন্দ্রা গাড়ি উল্টে শান্ত (১৫) নামে এক কিশোর চালক নিহত হয়েছে। 

আজ শুক্রবার ভোর ৬টার দিকে ঝিনাইগাতী-ধানশাইল সড়কের জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শান্ত উপজেলার পূর্ব ধানশাইল জামতলী এলাকার শেখ কামালের ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোরে ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া এলাকা থেকে বালুভর্তি মাহিন্দ্রা গাড়িটি নিয়ে শান্ত ঝিনাইগাতী সদরে আসছিল। এ সময় রাস্তায় ঘন কুয়াশা থাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের ধানক্ষেতে পড়ে যায়। এতে চালক শান্ত ওই গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ফুল পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
বাংলাদেশি নারীদের পূর্ণ ও সমান ভূমিকা নিশ্চিতের আহ্বান সুইস রাষ্ট্রদূতের
উপজেলা পরিষদের মাধ্যমে ৪৪টি নবনির্মিত পাবলিক লাইব্রেরির উদ্বোধন
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
১০