বাসস
  ০৩ এপ্রিল ২০২৩, ২২:১৪

লক্ষ্মীপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের দাফন

লক্ষ্মীপুর, ৩ এপ্রিল, ২০২৩ (বাসস) : জেলার রায়পুরে আজ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেকের  দাফন সম্পন্ন করা হয়েছে।
সোমবার সকালে রায়পুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল এর নেতৃত্বে রায়পুর থানা পুলিশের চৌকস একটি দল তাঁকে গার্ড অব অনার দেয়।
পরে উপজেলা বামনী ইউনিয়নের সাগরদি গ্রামে মরহুমের নিজ বাড়ির সামনে নামাজের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধাগণ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, বার্ধক্যজনিত কারণে আব্দুল খালেক  অসুস্থ হয়ে নিজ বাড়িতে রোববার বিকেল ৫টা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি  স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।