শিরোনাম
ঢাকা, ৩ মে, ২০২৩ (বাসস) : ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ)-র মামলায় দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত আগামী ১৬ আগস্ট পর্যন্ত তার জামিন মঞ্জুর করেছে।
ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান এ আদেশ দেন।
হাইকোর্টের জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি আইনজীবীর মাধ্যমে আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালতে আত্মসমর্পন করে জামিনের আবেদন করেন।
এছাড়া, আদালত মামলার পরবর্তী শুনানির দিন ১৬ আগস্ট ধার্য করেছেন বলে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট প্রশান্ত কুমার কর্মকার জানান।
বাংলা দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, প্রতিবেদক শামসুজ্জামান শামস ও একজন ক্যামেরা পারসনের বিরুদ্ধে অ্যাডভোকেট আব্দুল মালেক ওরফে মশিউর মালেক ডিজিটাল আইনে গত ২৯ মে রমনা থানায় মামলাটি দায়ের করেন।
এর আগে গত ২ এপ্রিল বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে ছয় সপ্তাহের আগাম জামিন প্রদান করেন।