বাসস
  ০৫ মে ২০২৩, ২১:৪৬

নারায়ণগঞ্জের স্টিল মিলে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন

নারায়ণগঞ্জ, ৫ মে, ২০২৩ (বাসস) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গাউছিয়া সাউঘাট এলাকার রহিমা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স লিমিটেডের (আর আই সি এল) স্টিল মিলে বিস্ফোরণের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল হক জানান, রূপগঞ্জে স্টিল মিলে লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ৪ জনের মৃত্যুর ঘটনায় মিলের সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমানকে আহ্বায়ক করে বিদ্যুৎ ও ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তাকে সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি।
গত বৃহস্পতিবার উপজেলার গাউছিয়া সাউঘাট এলাকার আরআইসিএল স্টিল মিলে লোহা গলানোর ভাট্টিতে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গলিত তরল লোহা শ্রমিকদের ওপর ছিটকে পড়লে বেশ কয়েকজন শ্রমিক গুরুতভাবে দগ্ধ হন এবং আজ পর্যন্ত দগ্ধ ৪ জন মারা গেছে।
হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, বর্তমানে ৯৭ শতাংশ দগ্ধ জুয়েল, ৯৫ শতাংশ দগ্ধ রাব্বি এবং ২৮ শতাংশ দগ্ধ ইব্রাহিম ভর্তি আছেন। তাঁদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।