শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৩:০৬ আপডেট: : ১৬ জানুয়ারি ২০২৫, ১৬:৩৮

ঝিনাইদহ, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে বুধবার মোটরসাইকেলের ধাক্কায় ওয়াজেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তৌহিদ হোসেন (২৮) নামে আহত হন। নিহত ওয়াজেদ আলী ধাওড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

শৈলকুপার থানা পুলিশ জানিয়েছে, বুধবার রাত ৯টার দিকে ধাওড়া বাজার থেকে ওয়াজেদ আলী বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে বাইসাইকেল আরোহী দু’জন গুরুতর আহত হন। এসময় পথচারী ও স্থানীয়রা আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেন স্বজনরা। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াজেদ আলী মারা যান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বাসস’কে জানান, সড়ক দুর্ঘটনায় ধাওড়া গ্রামে ওয়াজেদ আলী নামে এক বয়স্ক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ মোটরসাইকেল চালকের অনুসন্ধান শুরু করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ দায়ের হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রায় ২০০ মিয়ানমার নাগরিক পালিয়ে থাইল্যান্ডে এসেছে : থাই কর্মকর্তারা
ডিআর কঙ্গোতে নৌকায় আগুন, নিহত কমপক্ষে ১৪৩ জন
মেসি থেকে ট্রাম্প: এআই অ্যাকশন ফিগারের হিড়িক নেট দুনিয়ায়
একমাত্র মেয়ের সুন্দর ভবিষ্যৎ চান শহীদ জাকিরের স্ত্রী সালমা
শিশুর বামনত্ব : চ্যালেঞ্জ ও মোকাবিলার উপায়
শহীদ জাহাঙ্গীরের স্মৃতি বুকে নিয়ে দিন কাটে মেয়ে সিনথিয়ার
স্বপ্ন-সাধ তুচ্ছ করে দেশের জন্য জীবন দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন শহীদ শ্রাবণ
দিনাজপুরে ভবেশের মৃত্যুর ঘটনায় ভারতের দেয়া বক্তব্যকে প্রত্যাখ্যান করলো বাংলাদেশ
গাজীপুর সাফারী পার্ক থেকে বিপন্ন বন্যপ্রাণী লেমুর চুরির ঘটনায় একজন গ্রেফতার 
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন করতে গেলে আলাদা বেতন কাঠামো প্রয়োজন : প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা
১০