শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৩:০৬ আপডেট: : ১৬ জানুয়ারি ২০২৫, ১৬:৩৮

ঝিনাইদহ, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে বুধবার মোটরসাইকেলের ধাক্কায় ওয়াজেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তৌহিদ হোসেন (২৮) নামে আহত হন। নিহত ওয়াজেদ আলী ধাওড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

শৈলকুপার থানা পুলিশ জানিয়েছে, বুধবার রাত ৯টার দিকে ধাওড়া বাজার থেকে ওয়াজেদ আলী বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে বাইসাইকেল আরোহী দু’জন গুরুতর আহত হন। এসময় পথচারী ও স্থানীয়রা আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেন স্বজনরা। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াজেদ আলী মারা যান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বাসস’কে জানান, সড়ক দুর্ঘটনায় ধাওড়া গ্রামে ওয়াজেদ আলী নামে এক বয়স্ক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ মোটরসাইকেল চালকের অনুসন্ধান শুরু করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ দায়ের হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খাগড়াছড়িতে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জরিমানা
প্রস্তুতির চূড়ান্ত পর্বের জন্য সিলেট যাচ্ছেন ক্রিকেটাররা
চট্টগ্রামের মিরসরাইয়ে কার্ভাডভ্যানের চাপায় নারী নিহত
অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ রাবাদার
উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্পে ব্যয় বৃদ্ধির ব্যাখ্যা দিলেন যুব ও ক্রীড়া সচিব
উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম প্রকল্প ব্যয় বাড়ানোর ব্যাখ্যা দিলেন যুব ও ক্রীড়া সচিব
পানি উন্নয়ন বোর্ডে নতুন অতিরিক্ত মহাপরিচালকের যোগদান
চট্টগ্রামের ফটিকছড়িতে ৫টি ফার্মেসিকে জরিমানা
যুক্তরাজ্যে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে কুমিল্লা ওয়ারিয়র্স চ্যাম্পিয়ন
দ্রুততম সময়ে অনলাইন জিডি সেবা পুনরায় চালু হবে: পুলিশ হেডকোয়ার্টার্স
১০