শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

বাসস
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২৫, ১৩:০৬ আপডেট: : ১৬ জানুয়ারি ২০২৫, ১৬:৩৮

ঝিনাইদহ, ১৬ জানুয়ারি, ২০২৫ (বাসস) : জেলার শৈলকুপা উপজেলার ধাওড়া গ্রামে বুধবার মোটরসাইকেলের ধাক্কায় ওয়াজেদ আলী (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় তৌহিদ হোসেন (২৮) নামে আহত হন। নিহত ওয়াজেদ আলী ধাওড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

শৈলকুপার থানা পুলিশ জানিয়েছে, বুধবার রাত ৯টার দিকে ধাওড়া বাজার থেকে ওয়াজেদ আলী বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে বাইসাইকেল আরোহী দু’জন গুরুতর আহত হন। এসময় পথচারী ও স্থানীয়রা আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেন স্বজনরা। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওয়াজেদ আলী মারা যান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুম খান বাসস’কে জানান, সড়ক দুর্ঘটনায় ধাওড়া গ্রামে ওয়াজেদ আলী নামে এক বয়স্ক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। পুলিশ মোটরসাইকেল চালকের অনুসন্ধান শুরু করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ দায়ের হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পিরোজপুরে ওলামা দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
সরকারি ক্রয় বিধি, ২০২৫ কার্যকর 
রাজশাহীতে মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা
অনলাইনে প্রতারণাকারী চক্রের মূল হোতা গ্রেফতার
চরফ্যাশনে জিপিএ-৫ প্রাপ্ত শতাধিক শিক্ষার্থীকে জিয়া পরিষদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান
ভোলায় ৮০টি পূজামণ্ডপে কোস্টগার্ডের নিরপত্তা জোরদার 
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭ নেতা-কর্মী গ্রেফতার
ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে ডিএসই’র আজকের লেনদেন
আফগানিস্তানে দেশব্যাপী ইন্টারনেট ব্ল্যাকআউট : এএফপি 
দুর্গাপূজা উদযাপনে পূজার্থীদের এবার উচ্ছ্বাস বেশি : ফারুক-ই-আজম
১০