অনলাইনে প্রতারণাকারী চক্রের মূল হোতা গ্রেফতার

বাসস
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৮
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : অনলাইনে ব্যবসায় বিনিয়োগ ও উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎকারী সংঘবদ্ধ প্রতারণা চক্রের সক্রিয় সদস্য মো. মিনহাজুল ইসলাম (২৪) গ্রেফতার করেছে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব ইউনিট।

পাবনার সাথিয়া উপজেলার জোরগাছা এলাকা থেকে ২৫ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয় মো. মিনহাজুল ইসলাম (২৪) ও তার সহযোগীরা অনলাইনে ব্যবসায় বিনিয়োগ ও উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছিল।

তারা টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ভুক্তভোগীদের ‘মারলিং এক্সপ্লোর প্রপার্টি কোম্পানি’ নামে উচ্চ লাভের প্রলোভন দেখাত। পরে একজন এজেন্টের মাধ্যমে ভুক্তভোগীদের বিভিন্ন কাজ (টাস্ক) সম্পন্ন করতে বলা হতো এবং প্রতিটি কাজের জন্য ভুক্তভোগীকে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হতো। এই পদ্ধতির মাধ্যমে চক্রটি ভুক্তভোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত।

মো. শাহজালাল নামে এক ভুক্তভোগী প্রতারণার শিকার হয়ে বিকাশ, নগদ ও ডাচ বাংলা ব্যাংকং অ্যাপের মাধ্যমে মোট ১২ লাখ ৮৬ হাজার ৮৬৯ টাকা হারান। পরে এ বিষয়ে তিনি যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তভার সিআইডি ঢাকা মেট্রো পূর্ব ইউনিট গ্রহণ করে।

সিআইডি আধুনিক প্রযুক্তি ও তথ্য উপাত্তের মাধ্যমে অভিযুক্তের অবস্থান শনাক্ত করে এবং তাকে পাবনার সাথিয়া উপজেলার জোরগাছা এলাকা থেকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। সিআইডি গ্রেফতারকৃত আসামির রিমান্ড শেষে আজ আদালতে প্রেরণ করে। চক্রের অন্যান্য আসামিদের আইনের আওতায় আনার জন্য মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকাসহ ৩ জেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে ১০৭৪ কেজি পলিথিন জব্দ
জার্মানি ও ফ্রান্সে সেপ্টেম্বর মাসে মুদ্রাস্ফীতি বৃদ্ধি
ডিএসসিসি সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
জাতীয় নাগরিক পার্টি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দিচ্ছে ইসি 
চট্টগ্রামে কুমারী রূপে দেবী দুর্গার আরাধনা
ঐক্য ও সম্প্রীতি ছাড়া উন্নত দেশ গড়া সম্ভব নয় : বিএনপি নেতা হাবিবুল ইসলাম
বিদেশি কর্মীদের ‘নিরাপত্তা ছাড়পত্র’ প্রক্রিয়া এখন সম্পূর্ণ ডিজিটাল
উপকূলীয় অঞ্চলে খাবার পানির সংকট নিরসনে ৫০০ প্ল্যান্ট স্থাপন করবে পিকেএসএফ  
চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা শক্তিশালী করতে ইউএনওপিএস-তাকেদা’র যৌথ উদ্যোগ
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ডিসেম্বরে পরীক্ষামূলকভাবে চালু হবে : অর্থ উপদেষ্টা 
১০