ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদারে লক্ষ্মীপুরে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

বাসস
প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১৫:৩৫
লক্ষ্মীপুরে ঈদ উপলক্ষে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদারে জেলা প্রশাসনের উদ্যোগেে রোববার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

লক্ষ্মীপুর, ১৬ মার্চ ২০২৫ (বাসস): ঈদ উপলক্ষে জেলার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সকালে এ সভা অনুষ্ঠিত হয়। 

জেলা পুলিশ সুপার আকতার হোসেন বলেন, ঈদ উপলক্ষে জেলার প্রত্যকটি হাট-বাজার ও মজু চৌধুরীরহাট লঞ্চঘাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও  ঈদকে কেন্দ্র করে চুরি-ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকান্ড যেন না ঘটে এবং মানুষ যেন নিরাপদে-নির্বিঘ্নে কেনাকাটাসহ ঈদ উদযাপন করতে পারে, সেদিকে পুলিশ প্রশাসনের কড়া নজর রয়েছে। 

তিনি বলেন, এলাকাবাসীর  নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত আছে । 

জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, ঈদকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে। প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। হাট-বাজারে কেনাকাটা করতে গিয়ে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত আছে।

সভায় অন্যান্যের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রসাশক মো. জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জামশেদ আলম রানাসহ জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০