ঝিনাইদহে ঈদ উদযাপনের প্রস্তুতিমূলক সভা

বাসস
প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১৪:৪০
পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের লক্ষ্যে মঙ্গলবার ঝিনাইদহে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে । ছবি : বাসস

ঝিনাইদহ, ১৮ মার্চ, ২০২৫ (বাসস) : যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপনের লক্ষ্যে ঝিনাইদহে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়ালের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) এবিএম খালিদ হোসেন সিদ্দীক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুর রহমানসহ জেলা শহরের বিভিন্ন মসজিদের ইমাম-খতিব, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, ঈদুল ফিতর উপলক্ষে আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। পৌরসভার সহযোগিতায় ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭ টায় উজির আলী স্কুল মাঠে অনুষ্ঠিত হবে। এছাড়া সকাল ৮ টায় আলিয়া মাদ্রাসা মাঠ, সাড়ে ৮ টায় সরকারি মডেল মসজিসসহ  স্থানীয় ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, জেলাবাসী যেন নির্বিঘ্নে ও নিরাপত্তার সঙ্গে ঈদ উদযাপন করতে পারে সেই লক্ষ্যে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ-চীন কৃষিপণ্য বাণিজ্যিকীকরণ সহযোগিতা বিষয়ক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
রাজবাড়ীতে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে সরকার পদক্ষেপ নিয়েছে : বেসামরিক বিমান পরিবহন উপদেষ্টা
ডুবন্ত ফিশিং বোট থেকে ছয় জেলেকে জীবিত উদ্ধার
পুলিশের ১৮ জন অতিরিক্ত আইজিকে বদলি
পঞ্চগড়ে দুদকের অভিযানে সেটেলমেন্ট অফিস থেকে চার দালাল আটক
বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজ করার আহ্বান সমাজকল্যাণ উপদেষ্টার
ড্যাব ঢাকা শিশু হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক পদে ডাঃ ফারুক আহমেদকে দায়িত্ব প্রদান
হাইকোর্টে ২৫ অতিরিক্ত বিচারপতি নিয়োগ
দুদকের চার অভিযানে অনিয়ম ও দুর্নীতির নানা চিত্র উদঘাটন
১০