রংপুর, ২২ মে, ২০২৫ (বাসস) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে দায়ের করা হত্যাচেষ্টা মামলায় নেছার আহমেদ (৫৪) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে নিজ কর্মস্থল কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে নেছার আহমেদকে গ্রেফতার করা হয়।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সরদার বাসসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতারকৃত নেছার আহমেদ রংপুর মহানগরের ২৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের হেডক্লার্ক। গ্রেফতারকৃত নেছার আহমেদের নামে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী সময়ে হত্যাচেষ্টার মামলা দায়ের করা হয়। তিনি এজাহারভুক্ত আসামি।