বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ

বাসস
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:০৩

ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকার বিভিন্ন স্থান থেকে ২৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো- নুর আলম (২৫), হাসান (২৩), জুম্মান (২০), জুম্মান (১৯),  আলী হোসেন (৩৬), ইব্রাহিম (২২), মুসা (২৫), শুভ (২০), নাহিম (২৩),জীবন (২২), আশিক  (২৪), নাঈম (২০), রেজওয়ান (২৬), ফারাজ হোসেন পাপ্পু  (৩৬), রাকিব (২৩), টুটুল (১৯), মাহাবুব (২৮), ফয়সাল (৩৫), সোহেল (৩০), হানিফ (৪২), ইসমাইল (২৩), রাজা (৩০), আরমান (৩০), আমিরুল (২৬), হীরা (২৬), সাঈদ (৩০), সাব্বির (৪০), কামরান (২৮)  ও  রিপন (৪০)। এ সময় তাদের কাছ থেকে ৩৬ গ্রাম হেরোইন এবং ২৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। 

উল্লেখ্য, আসামিদের মধ্য থেকে সাত জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দশ দিন করে সাজা দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বৃহস্পতিবার আদাবর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত আরও পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- মো. সাইফুল ইসলাম ওরফে সাইদুল (৩৫), মো. নিলয় আহমেদ (১৯), মো. সাইদুল ইসলাম ওরফে স্বপন (৩০),  মো. রুবেল (৩০) ও মো. আলাউদ্দিন (২০)। এ সময় তাদের কাছ থেকে তিনটি  ছোরা উদ্ধার করা হয়।

উভয় থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, মাদক মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
করিমগঞ্জে সালিশি দরবারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
রোমে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
রৌমারীতে অটো ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
বিএনপিকে ক্ষমতায় আনার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না : সারোয়ার তুষার
কুমিল্লায় সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ
অপকর্মকারীদের বাবা-মায়ের নামসহ তালিকা ঝুলিয়ে দেয়া হবে : সারজিস
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর বাস-সি এন জি সংঘর্ষে নিহত ২
১০