ঢাকা, ৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর বাস ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
নিহতরা হলেন, শহিদুল ইসলাম(৫০), পেশায় সিএনজি চালক ছিলেন ও মোহাম্মদ ইমরান হোসেন(৪৫ ) পেশায় দোকান কর্মচারী। এই ঘটনায় রফিকুল ইসলাম( ৫০) নামে আরো একজন আহত হয়েছেন।
শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯ টার দিকে দুজনকে মৃত্যু ঘোষণা করেন।
ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারের ফায়ার লিডার পবিত্র ভৌমিক জানান, আমরা খবর পেয়ে যাত্রাবাড়ী থানা সংলগ্ন ফ্লাইওভারের ওপর থেকে মুমুর্ষু অবস্থায় তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক দুইজনকে মৃত বলে জানান। অন্যজন চিকিৎসাধীন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও একজনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল নিয়ে আসা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা অবগত আছেন।