কিশোরগঞ্জে  ট্রাক চাপায় দুইজন নিহত

বাসস
প্রকাশ: ২৩ মে ২০২৫, ১২:৫৪

কিশোরগঞ্জ, ২৩ মে, ২০২৫ (বাসস) : জেলার ভৈরবে একটি বাজারের ট্রাক চাপায় দুইজন নিহত হয়েছেন। 

আজ শুক্রবার সকালে ৮টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উপজেলার আকবরনগর বাসস্ট্যান্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনা আহত হয়েছে আরও ১০ জন।

নিহতরা হলো, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর গ্রামের আলির বাড়ির মো. হালিম মিয়া (৬০) ও একই ইউনিয়নের ঝগড়ারচর মুন্সি বাড়ির আঙ্গুর মিয়া (৪৫)।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভৈরব উপজেলার আকবর নগর বাজার বাসস্ট্যান্ড এলাকায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা ভৈরবগামী একটি কাঠবোঝাই ট্রাকচাপায় দুজন পথচারী নিহত হয়েছেন। এসময় ট্রাকচাপায় দুটি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এতে অটোরিকশার যাত্রীসহ ১০ পথচারী আহত হন। তারা উপজেলার বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসাধীন।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সকালে ৯৯৯ কল পেয়ে দুর্ঘটনাস্থলে এসে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দুটি হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ
চট্টগ্রামের হালদা নদীতে ৪৪৭ কেজি মাছের পোনা অবমুক্ত
টনিকে ফিরিয়ে এনে ইংল্যান্ড দল ঘোষণা
প্রান্তিক জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দিয়েছে বিজিবি  
বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধারসহ প্রতারক চক্রের সদস্য গ্রেফতার
১৮ কোটি মানুষের গর্বের প্রতীক আপনি, প্রধান উপদেষ্টার পদত্যাগ চাইনা : ফারুক
২০২৮ সাল পর্যন্ত বার্সেলোনায় থাকছেন রাফিনহা
গাজীপুরে মোঘর খাল খনন ও পুনরুদ্ধার কার্যক্রম শুরু
সাভার উপজেলা মহিলা লীগের সাবেক সভাপতি গ্রেফতার  
পঞ্চম দফায় পরমাণু আলোচনায় বসেছে ইরান-যুক্তরাষ্ট্র
১০