মৎস্য সপ্তাহ উপলক্ষে নোয়াখালীতে আলোচনা সভা 

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৩:২০ আপডেট: : ১৮ আগস্ট ২০২৫, ১৩:২৮
নোয়াখালীতে আজ জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে। ছবি:বাসস

নোয়াখালী, ১৮ আগস্ট, ২০২৫ (বাসস): ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ স্লোগানে নোয়াখালীতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হয়েছে।

এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টায় নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। এর আগে জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন দীঘিতে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ফয়েজ উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনূর জাহান নীলা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের চেয়ারম্যান ড. মেহেদী মাহমুদুল হাসান।

আলোচনা সভায় বক্তারা বলেন, নোয়াখালী একটি উপকূলীয় জেলা হওয়ায় এখানে মৎস্য সম্পদের সম্ভাবনা ব্যাপক। প্রাকৃতিক সম্পদকে সঠিকভাবে কাজে লাগানো গেলে এ অঞ্চলে কর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। নদী ও উপকূলীয় এলাকায় মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সামুদ্রিক মাছ রক্ষায় সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। 

অনুষ্ঠানে জেলার সেরা মৎস্য চাষি, উদ্যোক্তা ও মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সফল উদ্যোক্তাদের সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বরিশালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
পল্টন থানার মামলায় দণ্ডিত শহিদুল বাবুল কারাগারে
ওয়াশিংটনে ইউক্রেন শান্তি আলোচনায় ‘সব পক্ষের’ সমঝোতার আহ্বান চীনের
গত বিশ্বকাপের পর ওয়ানডেতে মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা
ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৩৮০ জন হাসপাতালে  
হত্যা মামলায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী ৫ দিনের রিমান্ডে
শ্রেষ্ঠ বিমানসেনা-এমওডিসিদের (এয়ার) ট্রফি ও সনদ বিতরণ
নড়াইলে ট্রাকচাপায় নারী নিহত
যৌথ ব্যবস্থাপনায় যুক্ত হচ্ছে ঢাকা, রাজশাহী ও সৈয়দপুর রেলওয়ে হাসপাতাল
শরীয়তপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা 
১০