টেকনাফে নাফ নদীতে এক লাখ ইয়াবা জব্দ করেছে বিজিবি

বাসস
প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১০:১৪
মাদকবিরোধী অভিযান চালিয়ে গতকাল এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। ছবি: বাসস

কক্সবাজার, ২০ আগস্ট, ২০২৫ (বাসস) : টেকনাফে নাফ নদীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে গতকাল এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মিয়ানমারের মাদক চোরাচালানকারীদের সঙ্গে যোগসাজশ করে একটি সংঘবদ্ধ চক্র বাংলাদেশে ইয়াবার একটি বড় চালান পাচার করবে। এ কাজ করতে চক্রটি নাফ নদীতে জেলের ছদ্মবেশ ধারণ করবে বলেও জানা যায়।

এ তথ্যের ভিত্তিতে বিজিবি সীমান্তবর্তী নদীপথে কৌশলগত বিভিন্ন স্থানে বিশেষ নৌ-টহল জোরদার করে। দুপুর দেড়টার দিকে সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি সন্দেহজনক মাছ ধরার নৌকা শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ১০০ গজ ভেতরে ঢোকে। এসময় বিজিবি নৌকাটিকে ধাওয়া করলে নৌকায় থাকা দুই মাদক চোরাচালানকারী লাফ দিয়ে সাঁতার কেটে মিয়ানমারের ভেতরে পালিয়ে যায়।

পরে নৌকাটিতে তল্লাশি চালিয়ে মাছ ধরার জালের ভেতর লুকানো বিশেষভাবে মোড়কজাত একটি প্লাস্টিকের প্যাকেট থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ঘটনায় জড়িতদের ধরতে নাফ নদীর বিভিন্ন স্থানে অতিরিক্ত অভিযান চালানো হলেও কাউকে আটক করা যায়নি। তবে চক্রটির সঙ্গে সংশ্লিষ্টদের শনাক্তে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে এবং তাদের আইনের আওতায় আনার কাজ চলছে।

লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, বিজিবি সবসময় সীমান্ত এলাকায় সীমান্ত এলাকায় মাদক পাচার, অবৈধ কার্যক্রম ও বিভিন্ন অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রেখেছে। জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় বিজিবির জিরো টলারেন্স নীতি অটুট থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দেশবরেণ্য আলেম প্রফেসর ড. এ. এইচ. এম ইয়াহইয়ার রহমানের ইন্তেকাল
মোংলা-খুলনা মহাসড়কে ট্রাকের ধাক্কায় তিনজন নিহত
দুদকের মামলায় গ্রেপ্তার কৃষি অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক শরীফুল কারাগারে
চলচ্চিত্রে গণমানুষের মুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন ঋত্বিক ঘটক 
সরকারি উন্নয়ন প্রকল্প ও সেবা খাতে অনিয়মে দুদকের অভিযান
নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পেশাদারিত্ব ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ : কেএমপি কমিশনার
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
১০