গোপালগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইভাই নিহত 

বাসস
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১১:২৮

গোপালগঞ্জ, ৩০ আগস্ট ২০২৫ (বাসস): গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। 

গতকাল শুক্রবার (২৯ আগস্ট) রাত ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার ডুমদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার খাগাইল গ্রামের আবুল কাশেম খানের পুত্র রুহুল আমিন খান (৬৫) ও দুলাল আমিন খান (৫৭)।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ দুর্ঘটনার বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুলাল আমিন নিহত হন। গুরুতর আহত হন তার ভাই মোটরসাইকেল চালক রুহুল আমিন। পরে তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, বাসটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে চলে যাওয়ায় চালককে গ্রেফতার করা সম্ভব হয়নি। দুই ভাইয়ের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাছাইপর্বে ইংল্যান্ড দল থেকে বাদ পড়লেন আলেক্সান্দার-আর্নল্ড
বুয়েট ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
নড়াইলের কালিয়ায় বিএনপি কার্যালয় উদ্বোধন 
শীর্ষ সম্মেলনের আগে ভারতের প্রধানমন্ত্রী তিয়ানজিনে পৌঁছেছেন
ব্রিটেনে অভিবাসনপ্রত্যাশীদের বিক্ষোভ থেকে গ্রেফতার ৩
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
কিশোরগঞ্জে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা
মেহেরপুরে বিএনপির সম্মেলন : মিল্টন সভাপতি, কামরুল সাধারণ সম্পাদক
পটুয়াখালীতে মাদকসহ যুবক আটক
নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
১০