ঢাকা, ৩০ আগস্ট ২০২৫ (বাসস) : সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচের একাদশ থেকে পাঁচটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম, মেহেদি হাসান মিরাজ, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ। এরমধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে চলতি সিরিজের দলেই নেই নাইম ও মিরাজ।
বাদ পড়া পাঁচ জনের জায়গায় প্রথম ম্যাচের একাদশে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। প্রায় দুই বছর পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলার সুযোগ পেয়েছেন সাইফ। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে বাংলাদেশের হয়ে এশিয়ান গেমসে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন তিনি।
এখন পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ৪টিতে জয় ও ১টিতে হেরেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, রিশাদ হোসেন, মাহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
নেদারল্যান্ডস একাদশ : স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), ম্যাক্স ও’ ডাউড, বিক্রমজিত সিং, তেজা নিদামানুরু, শারিজ আহমাদ, নোয়া ক্রোয়েস, কাইল ক্লেইন, টিম প্রিঙ্গেল, আরিয়ান দত্ত, পল ভন ম্যাকেরেন ও ড্যানিয়েল ডোরাম।