শেরপুরে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাসস
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৫, ১১:৩৩
প্রতীকী ছবি

শেরপুর, ৩০ আগস্ট ২০২৫ (বাসস): শেরপুরে বিলে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নের চকপাড়া কড়ইকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

ওই শিশুরা হলো, চকপাড়া এলাকার মাসেক আলীর মেয়ে ফাহিমা আক্তার (৯) ও একই এলাকার মো. জয়নুদ্দিনের মেয়ে মোছা. জেমি (১০)।

পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ফাহিমা ও জেমি বাড়ির পাশের বলেশ্বর বিলে শাপলা ফুল তুলতে যায়। এরপর থেকেই তারা নিখোঁজ ছিল। দীর্ঘ সময় পর বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। এক পযার্য়ে বিকেলে বিলের মধ্যে তাদের মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাছাইপর্বে ইংল্যান্ড দল থেকে বাদ পড়লেন আলেক্সান্দার-আর্নল্ড
বুয়েট ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
নড়াইলের কালিয়ায় বিএনপি কার্যালয় উদ্বোধন 
শীর্ষ সম্মেলনের আগে ভারতের প্রধানমন্ত্রী তিয়ানজিনে পৌঁছেছেন
ব্রিটেনে অভিবাসনপ্রত্যাশীদের বিক্ষোভ থেকে গ্রেফতার ৩
চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
কিশোরগঞ্জে চারটি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ টাকা জরিমানা
মেহেরপুরে বিএনপির সম্মেলন : মিল্টন সভাপতি, কামরুল সাধারণ সম্পাদক
পটুয়াখালীতে মাদকসহ যুবক আটক
নেদারল্যান্ডসের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
১০