নাটোর, ৩০ আগস্ট ২০২৫ (বাসস): বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নাটোরের অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের এইচ এস ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গতরাতে অনলাইন প্লাটফর্মে এ বৃত্তিপ্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. সফিকুল বারী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন।
দেশের ৯৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজে অধ্যয়নরত নাটোর জেলার মেধাবী শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোর (পুসান) এর পক্ষ থেকে নাটোরের ২৪জন শিক্ষার্থীকে এ বছর প্রথমবারের মত এই শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে।
নাটোরের সমাজসেবামূলক সংগঠন এইচ এস ফাউন্ডেশনের অর্থায়নে,নওরীন স্মৃতি শিক্ষাবৃত্তি এবং অধ্যাপক আব্দুস সাত্তার শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। বৃত্তিপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে প্রতি মাসে দুই হাজার টাকা করে বৃত্তি দেওয়া হবে।
পুসান-এর সভাপতি মো. লিটন সোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নাটোর জেলা ফার্টিলাইজার অ্যাসোসিয়েশনের সভাপতি ও লাঠি-বাঁশি সমিতির প্রতিষ্ঠাতা আব্দুস সালাম, চট্টগ্রাম মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শাহানা বেগম শেলী, চট্টগ্রামস্থ নাটোর জেলা সমিতির সাধারণ সম্পাদক শেখ আব্দুস সোবহান এবং নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন।